ইতালি প্রবাসী ফাহামিদুলকে বাদ দেওয়ায় ফুটবলপ্রেমীদের বিক্ষোভ

gbn

ইতালি প্রবাসী ফুটবলার ফাহামিদুল ইসলামকে বাংলাদেশ দলের প্রাথমিক ক্যাম্পে ডেকেছিলেন কোচ হ্যাভিয়ের ক্যাবরেরা। সৌদি আরবে এক সপ্তাহের কন্ডিশনিং ক্যাম্পেও ছিলেন এই তরুণ ফুটবলার। তবে তাকে সৌদি থেকেই বাদ দিয়েছেন কোচ। ২৮ ফুটবলার নিয়ে ক্যাবরেরা ঢাকায় ফিরেছেন মঙ্গলবার সকােলে। সৌদি থেকে ইতালির বিমান ধরেছেন ফাহামিদুল।

ক্যাবরেরার প্রাথমিক ক্যাম্পে ডাক পেয়েছিলেন ৩০ ফুটবলার। হামজা চৌধুরীর মঙ্গলবার রাতে টিম হোটেলে রিপোর্ট করার কথা। বুধবার সন্ধ্যায় হামজাকে নিয়ে প্রথম অনুশীলন করাবেন কোচ। এরই মধ্যে আলোচনায় ফাহামিদুলের বাদ পড়ার ঘটনা।

ক্যাবরেরাকে ২৩ জনের স্কোয়াড তৈরি করতে বাদ দিতে হবে ৭ জন। সবার আগে বাদ পড়লেন ফাহামিদুল। ইতালির চতুর্থ বিভাগের ক্লাব ওলবিয়া কালসিওর ফুটবলারের বাদ পড়ায় ফুঁসে উঠেছে একদল ফুটবলপ্রেমী।

মঙ্গলবার ইফতারের আগে তারা জড়ো হয়েছিল বাফুফে ভবনের প্রধান ফটকের সামনে। তাদের দাবি, বাংলাদেশের ফুটবল একটি সিন্ডিকেটের হাতে বন্দি। এই সিন্ডিকেট গুঁড়িয়ে দেওয়ার জন্য সমর্থকরা বিভিন্ন স্লোগান দিতে থাকেন। সেই সঙ্গে মুণ্ডুপাত করেন কোচ ক্যাবরেরা ও তার সহকারীদের।

এমনকি কয়েকদিন ধরে প্রবাসী ফুটবলারের অন্তর্ভুক্তি নিয়ে যে সব সাবেক ফুটবলার সমালোচনা করেছেন, তাদের বিপক্ষেও স্লোগান দিয়েছে সমর্থকরা।

মাগরিবের আজান হলে বিক্ষোভকারীরা সেখানে বসেই ইফতার করেন। ইফতারের পর এই সমর্থকরা মতিঝিলের প্রধান সড়কে গিয়েও নানা ধরনের স্লোগান দিতে থাকেন।

gbn

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন