জাকির হোসেন পিংকু,চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার মনাকষা ইউনিয়নের রানীনগর হটাৎপাড়া গ্রামে অগ্নিকান্ডে একটি বড় বাড়ির ৪টি পরিবারের ৮টি বসত ঘর, ১টি রান্না ও ১টি গোয়ালঘর আংশিক ও সম্পূর্ণ ভস্মীভূত হয়েছে। গত বুধবার(২’ডিসেম্বর) রাত ৭ টার দিকে সূত্রপাত ওই অগ্নিকান্ডে বাড়ির মালিক আব্দুস সালাম(৬৫) ও তার ৩ ছেলের পরিবারের সেমিপাকা ও কাঁচা ঘরগুলি পুড়ে অবকাঠামো,আসবাবপত্র, নগদ অর্থ,গবাদিপশু,ধান সহ সাংসারিক বিভিন্ন জিনিস পুড়ে যায়।
এ ঘটনায় ১৫ লক্ষাধিক টাকা ক্ষয়ক্ষতির দাবী করেছেন আব্দুস সালাম।এদিকে ঘটনার খবর পেয়ে শিবগঞ্জ ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহায়তায় রাত ৮টার দিকে কাজ শুরু করে প্রায় ৩ ঘন্টার চেষ্টায় রাত ১১ টার দিকে আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনে।
শিবগঞ্জ ফায়ার সার্ভিসের সাব অফিসার সিরাজউদ্দিন জানান, রান্নাঘর থেকে সূত্রপাত আগুনে প্রাথমিকভাবে ওই বাড়ির প্রায় ১০ লক্ষ টাকা ক্ষতি হিসেব করা হয়েছে। অগ্নিকান্ডে দরিদ্র পরিবারটি নি:স্ব হয়ে গেছে। ঘটনাটি প্রশাসনকে জানানো হয়েছে। ##

মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন