মৌলভীবাজারের আহমেদ হাসান আ.লীগের ধর্ম বিষয়ক উপ-কমিটির সদস্য নির্বাচিত

জিবি নিউজ২৪.কম ||
বাংলাদেশ আওয়ামী লীগের ধর্মবিষয়ক উপ-কমিটির সদস্য নির্বাচিত হয়েছেন ব্যবসায়ী ও কমিউনিটি লিডার আহমেদ হাসান।
তিনি মৌলভীবাজার সদর উপজেলার বড়কাপন এলাকার নবীনগর গ্রামের বাসিন্ধা ও লন্ডন প্রবাসী।
বাংলাদেশ আওয়ামী লীগের ধর্মবিষয়ক উপ-কমিটির চেয়ারম্যান খন্দকার গোলাম মওলা নকশেবন্দীর স্বাক্ষরিত প্রত্যয়নপত্রে বিষয়টি নিশ্চিত করেন।
আহমেদ হাসান ছাত্র জীবনে মৌলভীবাজার জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ও মৌলভীবাজার সরকারি কলেজের ছাত্র সংসদের জিএস ছিলেন। তিনি মৌলভীবাজার জেলা আওয়ামী লীগের সাবেক সদস্য ও লন্ডন আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক ছিলেন। বর্তমানে তিনি যুক্তরাজ্য আওয়ামী লীগের সদস্য এবং নর্থ আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করছেন।