তারুণ্যের উৎসব বিতর্কে হবিগঞ্জ জেলায় চ্যাম্পিয়ন জহুর চান বিবি মহিলা কলেজ

gbn

শায়েস্তাঞ্জ( হবিগঞ্জ) প্রতিনিধি : 

তারুণ্যের উৎসব উপলক্ষে “এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই “এই স্লোগানকে সামনে রেখে হবিগঞ্জ জেলায় অনুষ্ঠিত হলো আন্ত : কলেজ বিতর্ক প্রতিযোগিতা।

সোমবার (১০ ফেব্রুয়ারি) জেলা প্রশাসন ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের আয়োজনে বিয়াম ল্যাবরেটরি স্কুল মিলনায়তনে এই বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

 আন্তঃ কলেজ বিতর্ক প্রতিযোগিতায় অংশগ্রহণ করে ৯টি দল। রোববার প্রথম রাউন্ড, সোমবার কোয়ার্টার ফাইনাল,  সেমি ফাইনাল ও ফাইনাল প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

বিতর্ক প্রতিযোগিতাযর বিচারক ছিলেন এডভোকেট মো. গোলাম মোস্তফা রফিক,  সহকারী কমিশনার আল নাদরুন বিন আকন, জেলা শিক্ষা অফিসের সহকারী পরিদর্শক ডা. লিয়াকত আলী। অনুষ্ঠানে মডারেটর ছিলেন জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার নাসিম হাসান।  প্রতিযোগিতায় বানিয়াচং সুফিয়া মতিন মহিল কলেজকে হারিয়ে জহুর চান বিবি মহিলা কলেজ  চ্যাম্পিয়ন হয়।

প্রতিযোগিতায় বিতর্কের বিষয় ছিল “ডেঙ্গু মোকাবেলায় প্রাতিষ্ঠানিক উদ্যোগের চেয়ে, ব্যক্তিগত সচেতনতা-ই অধিক গুরুত্বপূর্ণ”। এই বিতর্ক প্রতিযোগিতায় বিজয়ী বিতার্কিকরা হলেন মুসলিমা আক্তার প্রীতি, সারিয়া জাহান নোহা ও জান্নাতুল ফেরদৌস জেমি। জেমি শ্রেষ্ঠ বিতার্কক নির্বাচিত হয়েছে। হবিগঞ্জের জেলা প্রশাসক ড. ফরিদুর রহমান প্রধান অতিথি হিসেবে পুরস্কার প্রদান করেন। চ্যাম্পিয়ন দল বিভাগীয় পর্যায়ে অংশ নিবে।

gbn

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন