সেই মেজর রাম হয়ে ফিরছেন শাহরুখ, থাকবে অনেক চমক

gbn

ক্যারিয়ারজুড়ে বৈচিত্রময় চরিত্রে কাজ করে প্রশংসিত হয়েছেন শাহরুখ খান। তারমধ্যে ‘ম্যায় হু না’ সিনেমায় তাকে দেশপ্রেমিক আর্মির অফিসার মেজর রাম চরিত্রে দেখা গিয়েছিল। ফারাহ খান পরিচালিত সিনেমাটিতে বলিউড কিংয়ের সঙ্গে জুটি বেঁধেছিলেন সাবেক বিশ্ব সুন্দরী সুস্মিতা সেন। বেশ জমজমাট ছিল তাদের রসায়ন।

দেশপ্রেম ও পারিবারিক আমেজের গল্পে কমেডি-রোমান্সে ভরপুর অ্যাকশানধর্মী সিনেমাটি দারুণ সাড়া ফেলেফিল বক্স অফিসে। জনপ্রিয়তা পেয়েছিল ছবির গানগুলো। ২০০৪ সালে মুক্তি পাওয়া সেই সিনেমার চরিত্রে আবারও দেখা যাবে শাহরুখ খানকে। তাকে নিয়েই ছবিটির সিক্যুয়েল তৈরির কথা ভাবছেন ফারাহ খান, খবর পিঙ্কভিলার।

​​​​​​​

মূলত ‘ম্যায় হু না’ দিয়েই প্রথমবার একসঙ্গে কাজ করেন বলিউডে বন্ধুত্বের জন্য পরিচিত শাহরুখ ও ফারাহ। এরপর ফারাহর পরিচালনায় ‘ওম শান্তি ওম’ ও ‘হ্যাপি নিউ ইয়ার’ ছবিতে কাজ করেছেন শাহরুখ। পাশাপাশি এই ছবি দিয়েই একসঙ্গে প্রযোজনায় নাম লেখান শাহরুখ ও তার স্ত্রী গৌরি। কিছু দিন ধরেই শোনা যাচ্ছিল, আবারও তারা জুটি হয়ে ফিরতে চান ফারাহ খানের সঙ্গে। আর তারা প্লট হিসেবে বেছে নিয়েছেন ‘ম্যায় হু না’ ছবির সিক্যুয়েলকে।

ক্যারিয়ারজুড়ে বৈচিত্রময় চরিত্রে কাজ করে প্রশংসিত হয়েছেন শাহরুখ খান। তারমধ্যে ‘ম্যায় হু না’ সিনেমায়

 

সূত্র অনুযায়ী, ‘ম্যায় হু না ২’ নামে নির্মিত হবে সিনেমাটি। রেড চিলিজ এন্টারটেইনমেন্ট এটি প্রযোজনা ও পরিবেশনা করবে। বর্তমানে চলছে চিত্রনাট্য তৈরির কাজ। গল্পটি শাহরুখ খুবই পছন্দ করেছেন। ফারাহ তার লেখকদের টিম এবং রেড চিলিজের সঙ্গে কাজ গুছিয়ে নিচ্ছেন।

তবে শাহরুখের সঙ্গে আগের পর্বের শিল্পীরাও ফিরবেন কি না সে বিষয়ে কোনো তথ্য পাওয়া যায়নি। তবে ধারণা করা হচ্ছে দুই একটি চরিত্র ফিরলেও বেশিরভাগ চরিত্রেই দেখা যাবে নতুন শিল্পীদের আগমন। সেই তালিকায় থাকবে অনেক চমক।

 

এদিকে শাহরুখ খান বড় পর্দায় ফিরতে চলেছেন সিদ্ধার্থ আনন্দ পরিচালিত ‘কিং’ সিনেমা দিয়ে। ২০২৬ সালে এটি মুক্তি পাবে। এছাড়াও তিনি বর্তমানে যশরাজ ফিল্মসের স্পাই ইউনিভার্সের ‘পাঠান ২’ সিনেমাটিতেও কাজ করছেন। এই ছবিটিরও চিত্রনাট্য তৈরির কাজ চলছে।

জিবি নিউজ24ডেস্ক//

gbn

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন