লারিসাকে নিয়ে নতুন গুঞ্জনে শাহরুখের ছেলে আরিয়ান

gbn

শাহরুখ খানের ছেলে আরিয়ান খানের পেছনেও তার বাবার মতো সাংবাদিকরা লেগে থাকেন। তার পেশাগত জীবনের থেকে ব্যক্তিগত জীবন সব কিছু নিয়েই গণমাধ্যমে চলে চুলচেরা বিশ্লেষণ। দিনের পর দিন সিনেমার পর্দায় যিনি দর্শকদের ‘রোম্যান্স’র শিক্ষা দিয়েছেন, তার ছেলে কার প্রেমে পড়েছেন, তা নিয়ে সবার কৌতূহল থাকাটাই স্বাভাবিক।

বিভিন্ন সময় বলিউডের অনেক সুন্দরীর সঙ্গে আরিয়ানের নাম জড়িয়েছে। সেই তালিকায় কখনো উঠে এসেছেন নোরা ফাতেহি, কখনো জড়িয়েছে অনন্যা পাণ্ডের নাম। দুয়েকবার উঠে এসেছে অমিতাভ বচ্চনের নাতনি নব্যা নভেলি নন্দার নামও।

 

কিছুদিন ধরে গুঞ্জন শোনা যাচ্ছিল, শাহরুখ আরিয়ান ব্রাজিলের নাগরিক মডেল লারিসা বনেসিকে মন দিয়েছেন। আরিয়ানের বলিউডে অভিষেক হতে যাচ্ছে নির্মাতা হিসেবে। সেই উপলক্ষে সম্প্রতি মুম্বাইয়ে একটি অনুষ্ঠান হয়েছে। তারপরই লারিসা বার্তা দিলেন আরিয়ানের উদ্দেশে। আর এরপরই নতুন আরেক গুঞ্জন শুরু হয়েছে।

আরিয়ান শোবিজে পা রাখলেও অভিনয়ের বদলে ক্যামেরার পিছনে থেকে কাজ করতে চাচ্ছেন। তার নির্মিত সিরিজের নাম ‘দ্য ব্যাডস অফ বলিউড’। এ সিনেমার চিত্রনাট্য লেখার কাজেও অনেকটা অবদান রয়েছে আরিয়ানের। গত দুতিন বছর ধরেই এ কাজ করছিলেন তিনি। অবশেষে শাহরুখ পুত্রের অভিষেক হতে যাচ্ছে।

 

আরিয়ানের বলিউড অভিষেক নিয়ে উত্তেজিত লারিসা। তিনি লেখেন, ‘এই বিশ্বের অন্যতম প্রতীক্ষিত শো। যেটা বানিয়েছে এই পৃথিবীর শ্রেষ্ঠ ও এক নম্বর, এক ও অদ্বিতীয় আরিয়ান খান।’ লারিসা যে আরিয়ানের জন্য খুশি সেটা বোঝাই যাচ্ছে। এ বার্তা দেওয়ার পরপরই শোনা যাচ্ছে, লারিসাই হতে যাচ্ছেন শাহরুখের পুত্রবধূ।

গত বছর থেকে বিভিন্ন জায়গায় একসঙ্গে দেখা গিয়েছে আরিয়ান ও লারিসাকে। ব্রাজিলের নাগরিক হলেও ভারতে অনেক বছর ধরে কাজ করছেন তিনি। মডেলিংয়ের জগতে তার ভালোই পরিচিতি রয়েছে। একাধিক জনপ্রিয় প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য মডেলিং করেছেন তিনি।

 

 

সিনেমাতেও কাজ করেছেন লারিসা। ২০১১ সালে বলিউডের ডেভিড ধাওয়ানের পুত্র রোহিত ধাওয়ানের পরিচালনায় প্রেক্ষাগৃহে মুক্তি পায় ‘দেশি বয়েজ’ সিনেমাটি। অক্ষয় কুমার এবং জন আব্রাহাম অভিনীত এ সিনেমার একটি গানে অভিনয় করেন লারিসা। ‘দেশি বয়েজ’ সিনেমার মাধ্যমেই বলিউডে কাজ শুরু করেন তিনি। বলিউডে বেশ পরিচিতি রয়েছে তার। ইনস্টাগ্রামে আরিয়ান ছাড়াও সুহানা খানও লারিসাকে অনুসরণ করেন।

জিবি নিউজ24ডেস্ক//

gbn

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন