বাংলাদেশে সাংবাদিকদের উপর হামলা , মামলা, নিপীড়ন , কারারুদ্ধকরনের বিরুদ্ধে লন্ডনে প্রতিবাদ সভা অনুষ্ঠিত 

gbn

জামাল আহমদ খান ||

বাংলাদেশে কারারুদ্ধ সাংবাদিকদের নিশর্ত মুক্তির দাবিতে  বৃহস্পতিবার বিকাল ৪ টায় স্হানীয় পুর্ব লন্ডনে আলতাব আলী পার্কে প্রবাসী সাংবাদিকদের যৌথ উদ্যোগে অনুষ্টিত হয় এ প্রতিবাদ দৈনিক ভোরের কাগজের যুক্তরাজ্য প্রতিনিধি ড.আজিজুল আম্বিয়ার সভাপতিত্বে এবং এটিএন বাংলা ইউকের স্টাফ রিপোর্টার কামরুল আই রাসেল এর পরিচালনায় প্রতিবাদ সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কমনওয়েলথ জার্নালিস্ট এসোসিয়েশন এর প্রবীণ সাংবাদিক ও এক্সিকিউটিভ কমিটির সদস্য রিচার্ড বর্ন। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন 
কমনওয়েলথ জার্নালিস্ট
এসোসিয়েশন এর ভাইস পেসিডেনট সৈয়দ নাহাস পাশা, সাবেক বিবিসির সাংবাদিক শামিম চৌধুরী, ব্যারিস্টার তানিয়া আমির ,বীর মুক্তিযোদ্ধা  দেওয়ান গৌস সুলতান, বীর মুক্তিযোদ্ধা খলিল কাজী ওবিই, সিনিয়র সাংবাদিক উর্মী মাজহার, চ্যানেল এস ও লন্ডন বাংলা প্রেসক্লাব এর অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি সাংবাদিক মোঃ রেজাউল করিম মৃধা, ২৬ টিভির চেয়ারম্যান ও মানবাধিকার কর্মী আব্দুল আহাদ চৌধুরী, ইউকে বাংলা রিপোর্টার ইউনিটির সভাপতি  সাজিদুর রাহমান , ইউকে বাংলা রিপোর্টার ইউনিটির সিনিয়র সভাপতি জামাল আহমদ খান । সাংবাদিক জুয়েল রাজ, নজরুল ইসলাম ওকিব, ইমদাদুন খান  ,
নুরজাজান মিফাতুল নূর প্রমূখ। বক্তারা বলেন , বাংলাদেশে সাংবাদিকদের উপর হত্যা মামলা দিয়ে কয়েক মাস ধরে আটকে রাখা হয়েছে, জামিন ও দেওয়া হচ্ছেনা । প্রায় ১৬০ জন সাংবাদিকের উপরে মামলা করা হয়েছে। এতে শংকিত রয়েছেন সাংবাদিকরা। তাদের মুক্তির আহ্বান জানান অন্তবর্তি সরকারের প্রতি। সভায় বক্তারা বলেন দেশের বড় বড় সন্ত্রাসীরা জেল  থেকে ছাড়া পাচ্ছেন আর সাংবাদিকদের দিয়ে জেল ভরে রাখা হচ্ছে অথছো  দিনে দিনে দেশে জঙ্গিবাদের উত্থান হচ্ছে। বক্তারা বলেন, ড. ইউনুস প্রতিশ্রুতি দিলেও সাংবাদিকদের মিথ্যা মামলা প্রত্যাহার করা হয়নি বরং বেড়েছে নির্যাতন।সাংবাদিকদের উপর নির্যাতন কিছুতেই মেনে নেওয়া যায়না। তাদেরকে মুক্ত করে দেওয়ার জন্য সরকারকে অনুরোধ জানানো হয়। কারা বন্ধি সকল সাংবাদিককে অবিলম্বে মুক্তি না দিলে যুক্তরাজ্য থেকেই আন্দোলন আরো বেগবান করা হবো।

gbn

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন