Bangla Newspaper

শান্তিতে নোবেল পুরস্কার পেলেন নাদিয়া ও মুকওয়েজি

118

জিবি নিউজ24 ডেস্ক //

২০১৮ সালে শান্তিতে যৌথভাবে নোবেল পুরস্কার পেলেন ইরাকের কুর্দি মানবাধিকার কর্মী নাদিয়া মুরাদ ও কঙ্গোর চিকিৎসক ডেনিস মুকওয়েজি।  আজ শুক্রবার এক সংবাদ সম্মেলনে চলতি বছরের পুরস্কারজয়ী হিসেবে তাদের নাম ঘোষণা করে নরওয়ের নোবেল কমিটি।

নোবেল কমিটি বলছে, যুদ্ধকালীন সময়ে ও সশস্ত্র সংগ্রামের সময় যৌন সহিংসতা প্রতিরোধে অবদান রাখায় নাদিয়া মুরাদ ও ডেনিস মুকওয়েজিকে এই পুরস্কার দেওয়া হয়েছে।

জানা গেছে, আগামী ১০ ডিসেম্বর অসলোতে আনুষ্ঠানিকভাবে তাদের হাতে এই পুরস্কার তুলে দেওয়া হবে। পুরস্কার হিসেবে একটি করে সোনার মেডেল পাবেন মুকওয়েজি এবং নাদিয়া মুরাদ। এ ছাড়াও তারা পুরস্কারের ৯০ লাখ সুইডিশ ক্রোনার ভাগ করে নেবেন।

উল্লেখ্য, গত সোমবার চিকিৎসায় নোবেল ঘোষণার মধ্যে দিয়ে এবারের নোবেল মৌসুম শুরু হয়। আগামী ৮ অক্টোবর নোবেল কমিটি অর্থনীতিতে এবারের নোবেল বিজয়ীদের নাম ঘোষণা করবে বলেও জানা গেছে।

Comments
Loading...