এলো শাকিবের দলের গান

gbn

বেশ কিছুদিন আগেই জানা গেছে, এবারের বিপিএল এ দল কিনেছেন চলচ্চিত্র তারকা শাকিব খান। এবার সেই দলের জন্য নির্মাণ করছেন থিম সং। যেখানে অংশ নিয়েছেন দেশের একঝাঁক তারকা।  এফডিসিতে বিশাল সেট ফেলে করা হয়েছিল শুটিং।

রাসেল মাহমুদের কথায় গানটি তৈরি করেছেন প্রীতম হাসান।

 

বিপিএলে মেগাস্টার শাকিব খানের ক্রিকেট দল ঢাকা ক্যাপিটালসের থিম সং প্রকাশ পেয়েছে। ব্যয়বহুল এ গানে শাকিব খানের উপস্থিতি নজর কেড়েছে। সেই সঙ্গে গানে ঢাকা ক্যাপিটালসের কয়েকজন ক্রিকেটারদের সঙ্গে দেখা গেছে একঝাঁক তারকাদের।

রয়েছেন সিয়াম আহমেদ, মামনুন ইমন, মীম, পূজা চেরী, দীঘি, স্পর্শিয়া, মীম মানতাশা, ইরফান সাজ্জাতদের।

 

গানের শুরুতে শাকিবের মুখে সংলাপে শোনা যায়, যতবার দাঁড়িয়েছি একসাথে, ততবারই এনেছি জয়। জয় ছাড়া ভাবতে শিখিনি কিছুই, তাই সেই লক্ষ্যে আরও একবার...।

এসকে ফিল্মসের ইউটিউব চ্যানেলে গানটি প্রকাশ পায় সোমবার সন্ধ্যা সাড়ে ৫টায়।

এ গানের ভিডিও নির্মাণ, ডিওপি ছিলেন রাকিব আহমেদ। গানের কথা লিখেছেন রাসেল মাহমুদ রুসো, সুর-সংগীত করেন প্রীতম আহমেদ। গানে কণ্ঠ দিয়েছেন প্রীতম নিজেই।

জিবি নিউজ24ডেস্ক//

gbn

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন