আবার ও লন্ডনে ব্রিটিশ বাংলাদেশি ক্ষুদে সাংবাদিক জাইমকে সিভিক এওয়ার্ড প্রদান

সাংবাদিক পরিবারে বেড়ে ওঠা জাইম ইতোমধ্যে বিশ্ববরেণ্য সেলিব্রেটিদের হলিউড, বলিউড এমনকি দেশীয় শিল্পী এবং রাজনৈতিক, সামাজিক ব্যাক্তিদের একে একে সাক্ষাৎকার নিয়ে মিডিয়ায় হৈচৈ ফেলে দিয়েছে।
তাই তার কাজের স্বীকৃতিস্বরূপ আবার ও ২০১৮ তে পেয়েছে সিভিক অ্যাওয়ার্ড। হান্সলো কাউন্সিলের মেয়র সায়মা চৌধূরী এই ক্ষুদে সাংবাদিককে সম্মাননা তুলে দেন।, সাথে ছিলেন সাবেক ডেপুটি মেয়র কাউন্সিলার ডেনিস সায়িদ
জাইমকে নিয়ে তার তার বাবা রাকিব রুহেল এবং মা লাবনী হোসেইন বলেন, লেখাপড়া শেষে ব্রিটিশ মূলধারার সাংবাদিকতায় তাদের সন্তান বিশেষ অবদান রেখে বহির্বিশ্বে বাংলাদেশের নাম উজ্জ্বল করুক।
তারা এ জন্য দেশের মানুষ এবং প্রবাসীদের কাছে দোয়া চেয়েছেন।