জিবি নিউজ ডেস্ক ।।
মৌলভীবাজারের শ্রীমঙ্গল থানা পুলিশের বিভিন্ন অপরাধের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে জুয়া বিরোধী অভিযানও জোরদার করা হয়েছে।
(২৪ নভেম্বর) মঙ্গলবার রাতে শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ মো. আব্দুছ ছালেক এর দিকনির্দেশনায় এবং ওসি (তদন্ত) হুমায়ুন কবির এর নেতৃত্বে অভিযান পরিচালনা করে উপজেলার কালাপুর ইউনিয়নের মাইজদিহি পাহাড় থেকে জুয়া খেলা অবস্থায় জুয়া খেলার সরঞ্জাম সহ দুই ব্যক্তিকে আটক করা হয়েছে।
তারা হলেন, কালাপুর ইউনিয়নের মাইজদিহি গ্রামের মৃত সীতারাম নুনিয়ার ছেলে ইন্দ্রজিৎ নুনিয়া (৪৫) ও মৃত আলতাব মিয়ার ছেলে বিল্লাল মিয়া (৬০)। এসময় পুলিশ অভিযানের টের পেয়ে ঘটনাস্থল থেকে আরো তিন ব্যক্তি পালিয়ে যান। তারা হলেন, ইসলাম মিয়া ( ৪০) লাইলী (৩৫) এবং ছমির মিয়া (৪৫)।
অভিযানে অংশ নেন শ্রীমঙ্গল থানার এসআই আল আমিন,এস আই রুকুনুজ্জামান, এএসআই নজরুল ইসলাম।
এছাড়াও উপজেলা এলাকায় অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধে আরো চার ব্যক্তি’কে আটক করেছে শ্রীমঙ্গল থানা পুলিশ।
শ্রীমঙ্গল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) হুমায়ুন কবির ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন আটককৃতদের বিরুদ্ধে মামলা রুজু করা হয়েছে। তিনি বলেন এ ধরনের অভিযান অব্যাহত থাকবে এবং আটককৃত সবাইকে মৌলভীবাজার আদালতে প্রেরণ করা হয়েছে।
 
                            
                             
                                                                                                
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন