হবিগঞ্জে উপজেলা ছাত্রলীগের আহবায়ক গ্রেফতার

gbn

হবিগঞ্জের মাধবপুর উপজেলা ছাত্রলীগের আহবায়ক আতাউস ছামাদ বাবুকে (২৮) গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) রাত ১০টার দিকে মাধবপুর থানাধীন কাশিমনগর পুলিশ ফাঁড়ির এসআই মো. সোহেল রানার নেতৃত্বে পুলিশের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার চৌমুহনী বাজারে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। বাবু উপজেলার চৈতন্যপুর গ্রামের আব্দুর রউফ মেম্বার এর পুত্র।

 

 

 

অভিযোগ রয়েছে, আতাউস ছামাদ বাবু বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন দমনে সক্রিয় ছিলেন। ৪ আগস্ট তাঁর নেতৃত্বে মাধবপুরে ছাত্র-জনতার উপর হামলা এবং সরকারি ও বেসরকারি স্থাপনা ভাঙচুর চালানো হয়েছে বলে অভিযোগ আছে। তার বিরুদ্ধে ভাঙচুরের ঘটনায় মামলাও রয়েছে।

 

এ বিষয়ে মাধবপুর থানার (ওসি) আব্দুল্লাহ আল মামুন জানান, ৪ আগস্ট মাধবপুরে ছাত্র জনতার উপর হামলা এবং সরকারি ও বেসরকারি স্থাপনা ভাংচুরের ঘটনায় দায়েরকৃত মামলায় তিনি এজাহারভূক্ত আসামি। শুক্রবার তাকে আদালতে প্রেরণ করা হবে।

gbn

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন