মৌলভীবাজারের জুড়ীতে আমন ধানে কৃষকের মনে আনন্দ

gbn

জিবিনিউজ 24 ডেস্ক //

জমির মালিকগণ সরকারি বিভিন্ন সুবিধা পান, কিন্তু বর্গা চাষিরা কিছুই পায় না। মৌলভীবাজারের জুড়ী উপজেলার গোয়ালবাড়ি ইউনিয়নের এরালীগুল গ্রামে ধান কাটতে কাটতে বর্গা চাষি সীতারাম রিকিয়াশন, গণেশ রিকিয়াশন, গবিন ভর, আকাশ মালহা, কৃষ্ণ মালহা, সুদাম মালহা, রামতা রিকিয়াশন, প্রদীপ ভর প্রমূখ এভাবেই কথা বলেন।

সরেজমিন উপজেলার গোয়ালবাড়ি, ছোটধামাই, নয়াবাজার, সাগরনাল বরইতলীসহ বিভিন্ন অঞ্চল ঘুরে দেখা যায় কৃষক ও কৃষি শ্রমিকরা আনন্দ চিত্তে আমন ধান কাটায় ব্যস্ত।

অনেকের ধান কাটা শেষ হয়ে গেছে। আবার বহু জমিতে এখনও ধান কাঁচা রয়ে গেছে।

কৃষকরা জানান, জুড়ীতে এবার চাহিদাতিরিক্ত ধান উৎপন্ন হয়েছে। কৃষকরা যাতে সরাসরি সরকারের নিকট ধান বিক্রি করতে পারে এবং ন্যায্য মূল্য পায় সেদিকে সরকারের দৃষ্টি রাখতে হবে।

উপজেলা কৃষি কর্মকর্তা মুহাম্মদ জসিম উদ্দিন বলেন, এবছর জুড়ীতে ৮৪৫০ হেক্টর জমিতে আমন ধান চাষ হয়। লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ৩৬ হাজার মেট্রিক টন। তবে লক্ষ্যমাত্রা অতিক্রমের সম্ভাবনাা রয়েছে। শস্য কর্তনে যন্ত্রের ব্যবহার হচ্ছে। কৃষকরা খুবই আনন্দিত। ধান ক্রয়ের জন্য লটারীর মাধ্যমে কৃষক নির্বাচন করা হবে।

gbn

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন