নায়িকা শিরীন শিলার বিয়ে আজ

gbn

আলোচিত চিত্রনায়িকা শিরীন শিলা। ক্যারিয়ারে যে কয়েকটি চলচ্চিত্রে অভিনয় করেছেন তার বেশির ভাগই ডিপজলের সঙ্গে। আজ এই নায়িকা বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন উঠতি এ নায়িকা। তার হবু বরের নাম সাজিল।

আজ বৃহস্পতিবার (১০ অক্টোবর) সন্ধ্যায় পারিবারিক আয়োজনে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করবেন তারা। তবে বিয়ের বিষয়ে শিরীন শিলা এখনো কিছু জানাননি।

 

একটি সূত্র অভিনেত্রীর বিয়ের খবর জানিয়ে বলেন, ‘শিরীন শিলার হবু বরের নাম সাজিল। আজ সন্ধ্যায় পারিবারিক আয়োজনে বিয়ে রেজিস্ট্রি করবেন তারা।

 

চলচ্চিত্রের পর্দায় নিয়মিত দেখা না গেলেও বছরজুড়ে কারণে-অকারণে আলোচনা-সমালোচনায় থাকেন শিরীন শিলা। এর আগে বিভিন্ন সময় শিরীন শিলার প্রেম-বিয়ে নিয়ে মুখরোচক নানা গুঞ্জন শোনা গেছে। সব কিছু পেছনে ফেলে সংসারী হতে যাচ্ছেন এই নায়িকা।

 

 

সম্প্রতি মুক্তি পেয়েছে শিরীন শিলা অভিনীত ‘ঘর ভাঙা সংসার’ সিনেমা।

এতে তার বিপরীতে অভিনয় করেছেন মনোয়ার হোসেন ডিপজল। এ ছাড়া বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন আঁচল আঁখি, বড়দা মিঠু, মধুয়া মধু, কিশোর, মিশা সওদাগর প্রমুখ। মুক্তির অপক্ষোয় রয়েছে শিলা অভিনীত বেশ কয়েকটি সিনেমা।

 

সিনেমার পাশাপাশি শিরীন শিলা বিজ্ঞাপনচিত্র ও ফটোশুটে অংশ নিয়ে থাকেন। সম্প্রতি একটি নতুন সিনেমায় নাম লেখান তিনি।

এতে নায়ক কায়েস আরজুর বিপরীতে দেখা যাবে শিরীন শিলাকে।

 

কিছুদিন আগে এক অসহায় তরুণকে সাহায্য করতে গিয়ে চুমুকাণ্ডে ভাইরালও হয়েছিলেন তিনি।

জিবি নিউজ24ডেস্ক//

gbn

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন