শুটিং সেটে আহত ইমরান হাশমি

gbn

বর্তমানে ‘ঘোড়চড়ি টু’ সিনেমার শুটিং নিয়ে ব্যস্ত ছিলেন বলিউড তারকা ইমরান হাশমি। এই শুটিং সেটেই গুরুতর আহত হলেন অভিনেতা।

ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা গেছে, গলায় আঘাত পেয়েছেন অভিনেতা। আহত হওয়ার সঙ্গে সঙ্গেই হাসপাতালে নেওয়া হয় ইমরানকে।

সেখানে প্রাথমিক চিকিৎসার পর এরই মধ্যে ছেড়েও দেওয়া হয়েছে তাকে।

 

জানা গেছে, হায়দরাবাদে সিনেমাটির শুটিং চলছিল। সেখানে অ্যাকশন দৃশ্যে উঁচু থেকে লাফিয়ে পড়ার একটি দৃশ্য ছিল। মূলত সেই দৃশ্যের শুটিং করতে গিয়েই আহত হন এই অভিনেতা।

 

সর্বশেষ ‘টাইগার থ্রি’ সিনেমায় দেখা যায় ইমরানকে। সালমান-ক্যাটরিনা অভিনীত এই সিনেমায় খলচরিত্রে অভিনয় করে দর্শকদের নজর কাড়েন তিনি। এর পরই ‘ঘোড়চড়ি টু’র শুটিং শুরু করেন ইমরান।

প্রসঙ্গত, ২০০৩ সালে ‘ফুটপাত’ সিনেমার মাধ্যমে বলিউডে পা রাখেন ইমরান।

তবে বক্স অফিসে খুব একটা সাড়া ফেলেনি সিনেমাটি। পরের বছর অভিনেত্রী মল্লিকা শেরওয়াতের সঙ্গে জুটি বাঁধেন ‘মার্ডার’ সিনেমায়। ২০০৪ সালে মুক্তির পর বক্স অফিসে তুমুল আলোড়ন সৃষ্টি করে এটি। এরপর আর পেছন ফিরে তাকাতে হয়নি ইমরানকে।

জিবি নিউজ24ডেস্ক//

gbn

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন