সিলেটের গোলাপগঞ্জে জনসাধারণের চলাচলের সরকারি রাস্তা নিয়ে বিরোধের জের ধরে একটি প্রবাসী পরিবারের সদস্যদের নতুন ও পুরাতন মামলায় উদ্দেশ্যমূলকভাবে আসামি দিয়ে হয়রানির অভিযোগ উঠেছে। এমনকি প্রবাসে থাকার পরও সদ্য-গত ছাত্র-আন্দোলনের সময় হতাহতের ঘটনায়ও তাদের আসামি করা হয়েছে।
এ বিষয়ে গত বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) সিলেট রেঞ্জের ডিআইজি ও জেলা পুলিশ সুপার বরাবরে লিখিত অভিযোগ দিয়েছেন গোলাপগঞ্জের রানাপিং এলাকার শেরপুর গ্রামের মৃত মো. আবদুর রউফ চৌধুরী (উতু মিয়া)-এর ছেলে মো. হাবিবুর রহমান চৌধুরী টিপু।
অভিযোগ সূত্রে জানা যায়, হাবিবুর রহমানদের প্রতিবেশি জহুরুল হক চৌধুরীর ছেলে আশফাক আহমদ চৌধুরী যাতায়াতের একটি সরকারি রাস্তা দীর্ঘদিন ধরে জবরদখলের চেষ্টা চালাচ্ছেন। আশফাক আহমদ ওই রাস্তাকে নিজের দাবি করে মানুষের চলাচলে বাধা প্রদান করে আসছেন।
আশফাক সিলেট জেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সদস্য শহিদুর রহমান জাবেদের চাচাতো ভাই হওয়ায় বিগত সরকারের আমলে স্থানীয়দের উপর অনেক জুলুম-নির্যাতন করেছেন। আওয়ামী লীগ নেতা চাচাতো ভাইয়ের ক্ষমতার অপব্যবহার করে চলাচলের ওই রাস্তা নিয়ে আশফাক একটি মিথ্যা মামলা দায়ের করেন। সে মামলায় হাবিবুর রহমানসহ তার পরিবারের সদস্যদের উদ্দেশ্যমূলকভাবে আসামি দিয়েছেন।
এছাড়া গত উপজেলা নির্বাচনের সময় চেয়ারম্যান প্রার্থী জেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সদস্য শহিদুর রহমান জাবেদের গাড়ি ভাঙচুরের ঘটনায়ও হাবিবুর রহমানসহ তার পরিবারের সদস্যদের মিথ্যা আসামি করা হয়েছে। এমনকি হাবিবের ভাই আলম আহমদ চৌধুরী লন্ডন থাকা অবস্থায়ও সদ্য গত ছাত্র-আন্দোলনের সময় গোলাপগঞ্জের বারকোটে একজন গুলিতে নিহত হওয়ার ঘটনায় তাকে ও তার আরও দুই ভাই (হাবিব ও শাকিল আলম চৌধুরী)-কে আসামি করা হয়েছে।
এসবের পেছনে কলকাটি নাড়ছেন জেলা আওয়ামী লীগ নেতা জাবেদের চাচাতো ভাই আশফাক আহমদ চৌধুরী।
এ অবস্থায় মিথ্যা মামলা থেকে মুক্তি পেতে প্রশাসনের ঊর্ধ্বতনদের সুদৃষ্টি কামনা করেছে ভুক্তভোগী প্রবাসী পরিবার।
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন