গোপালগঞ্জ প্রতিনিধি :
দুর্নীতিমুক্ত গোপালগঞ্জ জেলা গড়ার প্রত্যয় নিয়ে জেলায় কর্মরত সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা করেছেন নবাগত জেলা প্রশাসক মুহাম্মদ কামরুজ্জামান।
আজ শনিবার বেলা ১১ টায় জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভায় গোপালগঞ্জ জেলাকে দুর্নীতিমুক্ত প্রশাসন, আধুনিক ও ডিজিটাল করে গড়ে তোলার লক্ষে সাংবাদিকদের কাছ থেকে বিভিন্ন বিষয়ে মতবিনিময় করেন।
এসময় সভায় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো: গোলাম কবিন, অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা ও আইসিটি শেখ সামছুল আরেফিন’সহ জেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন