ট্রাম্প নয়-কমলাকে ভোট দেওয়ার ঘোষণা ডিক চেনির

হাকিকুল ইসলাম খোকন ,,
যুক্তরাষ্ট্রের সাবেক ভাইস প্রেসিডেন্ট এবং রিপাবলিকান নেতা ডিক চেনি আসন্ন আমেরিকার  প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্রেটিক পার্টির প্রার্থী কমলা হ্যারিসকে ভোট দেওয়ার ঘোষণা দিয়েছেন। নিজ দলের প্রার্থী ডোনাল্ড ট্রাম্পকে রিপাবলিকানদের জন্য হুমকি উল্লেখ করে এ ঘোষণা দেন তিনি। সাবেক আমেরিকার  প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশের শাসনামলে ভাইস প্রেসিডেন্ট ছিলেন ডিক চেনি। সেই সময় তাকে প্রভাবশালী ব্যক্তি হিসেবে বিবেচনা করা হতো।  খবর বাপসনিউজ।

আসন্ন আমেরিকার  প্রেসিডেন্ট নির্বাচনে ট্রাম্পের প্রার্থিতার বিরোধিতা করে ডিক চেনি বলেন, রিপাবলিকান পার্টির জন্য ডোনাল্ড ট্রাম্পের মতো এত বড় হুমকি কেউ ছিল না। চেনির মেয়ে এবং সাবেক রিপাবলিকান আইনপ্রণেতা লিজ চেনিও এর আগে টেক্সাসে এক অনুষ্ঠানে বলেছিলেন, তার বাবা ডেমোক্রেটিক পার্টির প্রার্থীকে সমর্থন দেওয়ার পরিকল্পনা করছেন।

ডিক চেনি বলেছেন, তিনি (ট্রাম্প) নিজেকে ক্ষমতায় বহাল রাখতে মিথ্যা এবং সহিংসতার মধ্য দিয়ে গত নির্বাচনের ফল চুরি করতে চেয়েছিলেন। আবারও তাকে ক্ষমতায় বসানোর মতো ভরসা কখনোই করা যায় না। আমাদের সংবিধানের সুরক্ষার জন্য দেশকে দলমতের ঊর্ধ্বে রাখাটা নাগরিক হিসেবে আমাদের প্রত্যেকেরই দায়িত্ব। এ কারণে আমি ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসকে আমার ভোটটি দেব।

বর্তমান ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসের প্রচার শিবিরের পক্ষ থেকে চেনির বক্তব্যকে স্বাগত জানানো হয়েছে। প্রচার শিবিরের চেয়ারপারসন জেন ও মালি ডিলন বলেন, চেনির সমর্থন পেয়ে ভাইস প্রেসিডেন্ট কমলা গর্ববোধ করছেন। দেশকে দলের ঊর্ধ্বে স্থান দেওয়ার মতো সাহস দেখানোয় তিনি চেনির প্রতি গভীর শ্রদ্ধা জানিয়েছেন।

বেশি তহবিল সংগ্রহ: এদিকে কমলা হ্যারিস প্রেসিডেন্ট নির্বাচনে তার প্রতিপক্ষ ডোনাল্ড ট্রাম্পের থেকে তিন গুণ বেশি পরিমাণ তহবিল সংগ্রহ করেছেন। আমেরিকার  নিয়ম অনুযায়ী, প্রেসিডেন্ট নির্বাচনে কোনো প্রার্থী ১০০ কোটি ডলার পর্যন্ত খরচ করতে পারেন। দেখা গেছে, জো বাইডেনের পরিবর্তে কমলা প্রার্থী হতেই অনুদান বেড়েছে লাফিয়ে। গত আগস্টের হিসেবে কমলার তহবিলের সংগ্রহ ট্রামেপর দলের প্রায় তিন গুণ। যেখানে কমলার তহবিলে সংগ্রহ হয়েছে ৩৬ কোটি ১০ লাখ ডলার। সেখানে রিপাবলিকানদের সংগ্রহ ১৩ কোটি ডলার।

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন