গুরুত্বপূর্ণ টিভি বিতর্কে মুখোমুখি হ্যারিস ও ট্রাম্প

টিভি বিতর্কে মুখোমুখি হতে প্রস্তুত কমলা ও ট্রাম্প। মঙ্গলবার রাতে আগামী ৫ নভেম্বর যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট নির্বাচন। তার আগে প্রথমবার ডনাল্ড ট্রাম্পের সঙ্গে টিভি বিতর্কে মুখোমুখি হতে ফিলাডেলফিয়া পৌঁছালেন ভাইস প্রেসিডেন্ট ও ডেমোক্র্য়াট প্রার্থী কমলা হ্যারিস। মার্কিন সময় রাত নয়টায় এই বিতর্ক হবে।

উদ্য়োক্তা এবিসি নিউজ। ট্রাম্প ও হ্যারিসের এটাই প্রথম বিতর্ক।

 

হ্যারিস ও ট্রাম্প কীভাবে প্রস্তুত হচ্ছেন?

হ্যারিস জানিয়েছেন, বিতর্কের আগে তিনি ভালো মেজাজে আছেন। তবে তিনি মনে করছেন, ট্রাম্প ব্যক্তিগত আক্রমণ করবেন।

তার জন্য তিনি প্রস্তুত। অতীতে ট্রাম্প তার বুদ্ধিমত্তা থেকে শুরু করে জাতিগত পরিচয় নিয়ে প্রশ্ন তুলেছেন। তিনি তাই সব ধরনের প্রস্তুতি নিয়েছেন। 

 

হ্যারিস রিকি স্মাইলি রেডিও শো-তে বলেছেন, ‘আমরা প্রস্তুত।

আমরা এই বিষয়েও প্রস্তুত যে তিনি প্রচুর অসত্য কথা বলবেন।’

 

গর্ভপাতের অধিকার নিয়ে হ্যারিস ট্রাম্পের বিরুদ্ধে আক্রমণ শানাতে পারেন। রক্ষণশীলদের সংখ্যাগরিষ্ঠ সুপ্রিম কোর্ট সম্প্রতি এই অধিকারের বিরুদ্ধে রায় দিয়েছে ও ট্রাম্প তা সমর্থন করেছেন। তিনি ২০২১ সালের ৬ জানুয়ারি ক্যাপিটলে ট্রাম্পের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলতে পারেন।

ট্রাম্প মুদ্রাস্ফীতি অভিবাসন নীতি নিয়ে হ্যারিসকে আক্রমণ করতে পারেন।

তাছাড়া এই ধরনের বিতর্কের সময় ট্রাম্প কী করবেন তা আগে থেকে আঁচ করা য়ায় না।

 

ট্রাম্পের প্রচার-পরামর্শদাতা জেসন মিলার সোমবার সাংবাদিকদের বলেছেন, ‘ট্রাম্পের বিরুদ্ধে বিতর্কে নামার আগে প্রস্তুতি নেয়াটা কঠিন। কোনো নির্দিষ্ট পথে তা করা যায় না। আপনি জানেন না, কোন দিক থেকে কী ধরনের আক্রমণ আসবে।’ 

বিতর্কের গুরুত্ব

ট্রাম্পের বয়স ৭৮ বছর আর হ্যারিস ৫৯ বছর বয়সী। এই বিতর্কে কে কীভাবে নিজেকে তুলে ধরেন তার দিকেও দর্শক ও শ্রোতাদের নজর থাকবে। কোনো সন্দেহ নেই অর্থনীতি, অভিবাসন নীতি, পররাষ্ট্র নীতি এবং অন্য বিষয়গুলো নিয়ে বিতর্কে আলোচনা হবে। সেই সঙ্গে কীভাবে ট্রাম্প ও হ্যারিস কথা বলছেন, যুক্তি দিচ্ছেন, প্রতিপক্ষের আক্রমণ সামলাচ্ছেন, সেগুলোও ভোটদাতাদের মনে দাগ কাটবে।

১৯৬০ সালের সেপ্টেম্বরে সেই সময়ের ভাইস প্রেসিডেন্ট নিক্সন প্রথম দেশজুড়ে সম্প্রচারিত টিভি বিতর্কে অংশ নেন। বিপক্ষে ছিলেন সেনেটর জন এফ কেনেডি। এই বিতর্কের আগে নিক্সন ছিলেন ফেভারিট। কিন্তু বিতর্কের পর নড়বড়ে জায়গায় চলে যান। শেষপর্যন্ত জন এফ কেনেডি জিতে প্রেসিডেন্ট হন।

জিবি নিউজ24ডেস্ক//

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন