মৌলভীবাজারে যারা অপসারণ হলেন

মৌলভীবাজার প্রতিনিধি \ সারা দেশের ন্যায় মৌলভীবাজার জেলায় ও অপসারণ হলেন জেলা পরিষদ চেয়ারম্যান, ৭জন উপজেলা চেয়ারম্যান ও ৫জন পৌর মেয়র। অন্তবর্তীকালীন সরকারের আদেশে অপসারণকৃতরা হলেন, মৌলভীবাজার জেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব মিছবাহুর রহমান। সাত উপজেলা পরিষদ চেয়ারম্যানরা হলেন- মৌলভীবাজার সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. কামাল হোসেন, রাজনগর উপজেলা পরিষদ চেয়ারম্যান শাহজাহান খাঁন, শ্রীমঙ্গল উপজেলা পরিষদ চেয়ারম্যান ভানু লাল রায়, কমলগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান ইমতিয়াজ হোসেন বুলবুল, কুলাউড়া উপজেলা পরিষদ চেয়ারম্যান ফজলুল হক খাঁন সাহেদ, জুড়ী উপজেলা পরিষদ চেয়ারম্যান কিশোর রায় চৌধুরী মনি ও বড়লেখা উপজেলা পরিষদ চেয়ারম্যান আজির উদ্দিন। পাঁচ পৌর মেয়ররা হলেন- মৌলভীবাজার পৌরসভার মেয়র আলহাজ্ব ফজলুর রহমান, শ্রীমঙ্গল পৌরসভার মেয়র মহসীন মিয়া মধু,কমলগঞ্জ পৌরসভার মেয়র জুয়েল আহমদ,কুলাউড়া পৌরসভার মেয়র অধ্যক্ষ সিপার উদ্দিন ও বড়লেখা পৌরসভার মেয়র আবু ইমাম কামরান চৌধুরী। এদিকে জেলার ৭টি উপজেলা পরিষদে চেয়ারম্যান অপসারণের পর ওইসব উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তাগণকে প্রশাসক হিসেবে নিয়োগ দেয়া হয়েছে বলে জানা গেছে। মৌলভীবাজার জেলার ৫ জন নতুন পৌরসভার প্রশাসক হলেন মৌলভীবাজার সদর পৌরসভা ঃ-মৌলভীবাজার জেলা প্রশাসকের কর্যালয়ের স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক(উপসচিব) মল্লিকা দে,অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোছাঃ শাহিনা আক্তার,শ্রীমঙ্গল পৌরসভা, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আব্দুল সালাম চৌধুরী,কুলাউড়া পৌরসভা,অতিরিক্ত জেলা প্রশাসক (আইসিটি ও শিক্ষা) মেহনাজ ফেরদৌস,কমলগঞ্জ পৌরসভা, সহকারী কমিশনার (ভুমি) বড়লেখা মোহাম্মদ আসলাম সারোয়ার, বড়লেখা পৌরসভা। এ দিকে মৌলভীবাজার জেলার জেলা প্রশাসক, ড.উর্মি বিনতে সালাম কে মৌলভীবাজার জেলা পরিষদের প্রশাসক নিয়োগ করা হয়েছে।

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন