হা‌সিমু‌খে সেবা দি‌তে হ‌বে মানুষকে-আইজিপি

gbn

বিশেষ প্রতিনিধিঃপুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ড. বেনজীর আহমেদ বলেছেন, ‘পুলিশের কোনো সদস্য মাদকের সঙ্গে সম্পৃক্ত থাকলে তাকে ছাড় দেওয়া হবে না। প্রয়োজনে তাকে জেলে পাঠানো হবে। এজন্য সবাইকে মাদক থেকে দূরে থাকতে হবে।’    রোববার (১৫ নভেম্বর) রাজধানীর রাজারবাগ পুলিশ লাইনে ‘পুলিশ কনস্টেবল, নায়েক ও এএসআইদের ভূমিকা ও আচরণবিধি’ শীর্ষক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।  পুলিশ সদস্যদের উদ্দেশে তিনি বলেন, ‘কনস্টেবল পুলিশের কনিষ্ঠতম পদ হলেও তাদের সংখ্যাই বেশি। এএসআই ও এসআইর সংখ্যাও বেশি। তাদের ভালো কাজ বাহিনীর ভাবমূর্তি উজ্জ্বল করবে। এ কারণে মানুষের সঙ্গে ভালো আচরণ করতে হবে। তাদের সুখ-দুঃখের কথা শুনে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে হবে।’    পুলিশ প্রধান আরও বলেন, ‘বর্তমান সরকারের পদক্ষেপের কারণে পুলিশ বাহিনীতে এখন ২ লাখ ১২ হাজার সদস্য কর্মরত আছেন। তাদের মধ্যে কনস্টেবল, নায়েক ও এএসআইর সংখ্যা বেশি। এ কারণে তাদের বিষয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ পুলিশের পক্ষ থেকে সব ধরনের ব্যবস্থা করা হয়েছে।’    করোনাকালে পুলিশ মানুষের আস্থা অর্জন করেছে, দাবি করে ড. বেনজীর আহমেদ আরও বলেন, ‘করোনায় পুলিশ মানুষের জানমালের নিরাপত্তা দেওয়ার পাশাপাশি যে মানবিকতা দেখিয়েছে, তা অনন্য দৃষ্টান্ত। এ কারণে পুলিশের ওপর মানুষের আস্থা ও প্রত্যাশাও বেড়েছে।’  সৎ থাকলে যেকোনো কাজ খুব সহজেই করা যায় এবং জনগণের কাছে আসা যায়। একই সঙ্গে জনগণের নিরাপত্তা নিশ্চিত করা পুলিশের অন্যতম দায়িত্ব।’

gbn

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন