ইয়ানূর রহমান: যশোর জেল রোডের পঙ্গু সেবা কেন্দ্রে সরকারি নিয়মনীতি উপেক্ষা করে চিকিৎসা পরিচালনা করা হচ্ছে বলে অভিযোগ উঠেছে। সেখানে চিকিৎসা সেবার নামে রীতিমতো প্রতারণার ফাঁদ পাতা হয়েছে। ডা. নজরুল ইসলাম রোগীদের অপারেশন করার আগে নিজেই অ্যানেস্থেসিয়া চিকিৎসকের দায়িত্ব পালনের বিষয়টি ফাঁস হওয়ায় স্বাস্থ্য বিভাগে তোলপাড় শুরু হয়েছে। এদিকে, ত্রুটিপূর্ণ অস্ত্রোপচারে রসুল ওরফে রাসেল ( ৩৬) নামে এক রোগীর মৃত্যু ঘটনায় বৃহস্পতিবার (১ আগস্ট) তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে স্বাস্থ্য বিভাগ। রাসেল যশোর সদর উপজেলার হাশিমপুর গ্রামের তরফদার পাড়ার সিরাজুল ইসলামের ছেলে। সিভিল সার্জন অফিসের প্রধান করণিক পারভীন জানান, বুধবার (৩১ জুলাই) সকাল ১০ টা ১০ মিনিটে পঙ্গু সেবা কেন্দ্রে ডা. নজরুল ইসলামের ত্রুটিপূর্ণ অপারেশনে রসুল ওরফে রাসেল ( ৩৬) নামে এক রোগীর মৃত্যু হয়। এই ঘটনায় বৃহস্পতিবার (১ আগস্ট) যশোরের বিভিন্ন পত্রিকা খবর প্রকাশ করে। বিষয়টি আমলে নেন সিভিল সার্জন ডা. মাহমুদুল হাসান। তার নির্দেশে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটির প্রধান করা হয়েছে ডেপুটি সিভিল সার্জন ডা. নাজমুস সাদিক রাসেল। বাকি দুই জন হলেন সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডা. রেহেনেওয়াজ রনি ও যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের একজন অর্থোপেডিক সার্জন। জানা গেছে, ডা. নজরুল ইসলাম রোগীর অপারেশনের আগে নিজেই অ্যানেস্থেসিয়ার দায়িত্ব পালনের কথা কেউ জানতেন না। অতি গোপনীয়তার সাথে তিনি রোগীদের সাথে এই প্রতারণা করতেন। ফলে তিনি আর্থিকভাবে লাভবান হতেন। কিন্তু পত্রিকায় খবর প্রকাশে তার চিকিৎসা প্রতারণা ফাঁস হয়ে পড়েছে। বিষয়টি নিয়ে স্বাস্থ্য বিভাগে তোলপাড় চলছে। নাম প্রকাশ না করার শর্তে একজন অ্যানেস্থেসিয়া (অবেদনবিদ) চিকিৎসক জানান, অজ্ঞান করার পর রোগী ঘুমিয়ে থাকলেও তার শরীরের অক্সিজেনের মাত্রা, রক্তচাপ, শরীরের সমস্ত জায়গায় রক্ত প্রবাহ সহ অনেকগুলো গুরুত্বপূর্ণ বিষয়ের ভারসাম্য রক্ষা নিশ্চিত করেন অ্যানেস্থেসিয়লজিস্ট। অপারেশনের পর রোগীর ঘুম ভাঙানোর দায়িত্ব অ্যানেস্থেসিয়লজিস্টের। ফলে অ্যানেস্থেসিয়া চিকিৎসক ছাড়া রোগীর অপারেশন করা মানে মৃত্যু ঝুঁকি থাকে। ডা. নজরুল ইসলাম অর্থোপেডিক বিভাগের চিকিৎসক। তিনি কোনভাবে রোগীর অ্যানেস্থেসিয়া দিতে পারেন না। তবে নজরুল ইসলাম দাবি করেছেন, অ্যানেস্থেসিয়ার ওপর তার একটি কোর্স করা রয়েছে। যে কারণে তিনি নিজেই রোগীর অ্যানেস্থেসিয়া চিকিৎসকের দায়িত্ব পালন করেন। এই বিষয়ে সিভিল সার্জন ডা. মাহমুদুল হাসান জানান, পঙ্গু সেবা কেন্দ্রে ত্রুটিপূর্ণ অস্ত্রোপচারে রোগীর মত্যু ঘটনায় পত্রিকায় সংবাদ প্রকাশ হওয়ায় তদন্ত কমিটি গঠন করা হয়েছে। আগামী ৫ কর্মদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেয়া হয়েছে। তদন্তে ত্রুটিপূর্ণ অস্ত্রোপচারে রোগীর মৃত্যুর সত্যতা মিললে ডা. নজরুল ইসলামের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে। অর্থোপেডিক বিভাগের ডা. নজরুল ইসলাম কিভাবে রোগীদের অ্যানেস্থেসিয়া দেন এটা তার বোধগম্য না। সরকারি নিয়মনীতি না মেনে তিনি এই অনিয়ম করছেন।#
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন