Bangla Newspaper

অভিনেত্রী ও গায়িকাকে গুলি করে হত্যা

79

জিবি নিউজ 24 ডেস্ক //

পাকিস্তানে খাইবার পাখতুনওয়ায় আবারো নারী শিল্পীর ওপর সহিংস ঘটনা ঘটেছে। এবার রেশমা নামের এক অভিনেত্রী ও গায়িকাকে গুলি করে হত্যা করা হয়েছে। অভিযোগ, রেশমার স্বামী এই খুন করেছে। সম্প্রতি নওসেরা কলানে এই হত্যাকাণ্ড ঘটে। পাকিস্তানের সংবাদ মাধ্যম জিও টিভির বরাতে এ তথ্য জানা গেছে।

জিও টিভির প্রতিবেদনে বলা হয়েছে, নিহত রেশমা তাঁর স্বামীর চতুর্থ স্ত্রী ছিলেন। রেশমা হাকিমাবাদ এলাকায় তাঁর ভাইয়ের সঙ্গে বসবাস করতেন।

পুলিশ জানিয়েছে, ঘরোয়া বিবাদের জেরে রেশমার স্বামী সেই বাড়িতে ঢুকে তাঁকে লক্ষ্য করে গুলি করে পালিয়ে যায়। মামলা দায়ের হয়েছে। তদন্ত চলছে।

উল্লেখ্য, চলতি বছরে খাইবার পাখতুনওয়ায় এ নিয়ে ১৫ জন নারী শিল্পীর ওপর সহিংস ঘটনা ঘটেছে।

Comments
Loading...