২৪ ঘণ্টায় করোনায় ১৯ জনের মৃত্যু, শনাক্ত ১৭৬৭

gbn

জিবিনিউজ 24 ডেস্ক //

দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরো ১৯ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬ হাজার ১৫৯ জনে।

এছাড়া, নতুন করে ১ হাজার ৭৬৭ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে। এ নিয়ে দেশে করোনা শনাক্ত হলো মোট ৪ লাখ ২৮ হাজার ৯৬৫ জনের।

 

শুক্রবার (১৩ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

 

এতে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ১ হাজার ৫১৯ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ৩ লাখ ৪৬ হাজার ৩৮৭ জন। মারা যাওয়া ১৯ জনের মধ্যে ১৩ জন পুরুষ ও ৬ জন নারী। সবাই হাসপাতালে মারা গেছেন।

বিভিন্ন বিভাগে যারা মারা গেছেন তাদের মধ্যে ঢাকায় ১৩ জন, রাজশাহীতে ১ জন, খুলনায় ১ জন, বরিশালে ১জন, সিলেটে ১ জন ও রংপুরে ৩ রয়েছেন। বয়সভিত্তিক বিশ্লেষণে দেখা যায়, ৫১ থেকে ৬০ বছরের মধ্যে ৫ জন, ৬০ বছরের ওপরে ১৪ জন রয়েছেন।

এদিকে, প্রণঘাতী ভাইরাস করোনা এখনো তাণ্ডব চালাচ্ছে গোটা বিশ্বে। প্রতিনিয়ত অজানা এই ভাইরাসটিতে সংক্রমিত হয়ে মৃতের সংখ্যা বেড়েই চলছে। সংক্রমণের সারিও দীর্ঘ হচ্ছে প্রতিনিয়ত। তবে সুস্থ হয়ে ঘরে ফেরার সংখ্যাও বাড়ছে উল্লেখযোগ্যহারে।

করোনা নিয়ে আপডেট দেয়া ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারের তথ্যানুযায়ী, শুক্রবার (১৩ নভেম্বর) এ প্রতিবেদন লেখা পর্যন্ত বিশ্বে করোনায় মোট সংক্রমণের সংখ্যা দাঁড়িয়েছে ৫ কোটি ৩০ লাখ ৮৫ হাজারের বেশি মানুষ। মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১২ লাখ ৯৯ হাজার ২৬৭ জনে। সংক্রমণ থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৩ কোটি ৭২ লাখ ১০ হাজার ১৬০ জন।

পরিসংখ্যান অনুযায়ী করোনায় এখন পর্যন্ত সবচেয়ে সংক্রমণ ও মৃত্যু বেশি হয়েছে যুক্তরাষ্ট্রে। তালিকায় শীর্ষে থাকা দেশটিতে এখন পর্যন্ত করোনায় সংক্রমিত হয়েছেন ১ কোটি ৮ লাখ ৭৩ হাজার ৯৩৬ জন। মৃত্যু হয়েছে ২ লাখ ৪৮ হাজার ৫৮৫ জনের। দেশটিতে করোনা থেকে সুস্থ হয়ে উঠেছেন ৬৭ লাখ ২৮ হাজারের বেশি রোগী।

দ্বিতীয় অবস্থানে থাকা ভারতে এখন পর্যন্ত সংক্রমিত হয়েছেন ৮৭ লাখ ২৭ হাজার ৯০০ জন। সংক্রমিতদের মধ্যে মারা গেছেন ১ লাখ ২৮ হাজার ৬৮৬ জন এবং সুস্থ হয়েছেন ৮১ লাখ ১৩ হাজার ৩৪৫ জন।

তৃতীয় অবস্থানে থাকা লাতিন আমেরিকার দেশ ব্রাজিলে এখন পর্যন্ত করোনায় ৫৭ লাখ ৮৩ হাজার ৬০০ জনের বেশি মানুষ সংক্রমিত হয়েছেন। মৃত্যু হয়েছে ১ লাখ ৬৪ হাজার ৩২৩ জনের। এছাড়া আক্রান্তদের মধ্যে চিকিৎসায় সুস্থ হয়ে উঠেছেন ৫২ লাখ ৫৬ হাজার ৭৬৭ জন।

চতুর্থ স্থানে উঠে আসা ইউরোপের দেশ ফ্রান্সে করোনায় সংক্রমণের সংখ্যা ১৮ লাখ ৯৮ হাজার ৭১০ জন। এর মধ্যে মৃত্যু হয়েছে ৪২ হাজার ৯৬০ জনের। দেশটিতে সংক্রমিতদের মধ্যে সুস্থ হয়েছেন ১ লাখ ৩৪ হাজার ৯৫৪ জন রোগী।

পঞ্চম অবস্থানে থাকা রাশিয়ায় এখন পর্যন্ত করোনায় সংক্রমিত হয়েছেন ১৮ লাখ ৫৮ হাজার ৫৬৮ জন। এর মধ্যে মারা গেছেন ৩২ হাজার ৩২ জন এবং সুস্থ হয়ে উঠেছেন ১৩ লাখ ৮৮ হাজার ১৬৮ জন।

প্রাণঘাতী ভাইরাসটির সংক্রমণ বাড়ছে বাংলাদেশেও। ২৪ নম্বর অবস্থানে থাকা বাংলাদেশে এখন পর্যন্ত ৪ লাখ ২৭ হাজার ১৯৮ জন করোনা রোগী শনাক্ত হয়েছেন। দেশে করোনায় মৃত্যু হয়েছে ৬ হাজার ১৪০ জনের। আর সুস্থ হয়ে উঠেছেন ৩ লাখ ৪৪ হাজার ৮৬৮ জন।

gbn

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন