সিলেটে চলমান বন্যায় ওসমানীনগর উপজেলার বিভিন্ন এলাকায় বন্যার্ত মানুষের দিকে সহায়তার হাত বাড়িয়ে দিয়েছেন যুক্তরাজ্য যুবলীগ বার্মিংহাম শাখার যুগ্ম সাধারণ সম্পাদক মুসাদ্দেক আহমদ শ্যামল। তাঁর বাড়ি উপজেলার উমরপুর ইউনিয়নে।
গত কয়েক দিন ধরে শ্যামলের পক্ষ থেকে তাঁর ইউনিয়নসহ উপজেলার বিভিন্ন এলাকায় বানভাসী মানুষের মাঝে নগদ অর্থ ও ত্রাণসামগ্রী বিতরণ করা হচ্ছে।
শ্যামলের পক্ষ থেকে ত্রাণ বিতরণ কার্যক্রমে অংশগ্রহণ করেন ওসমানীনগর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আফজালুর রহমান চৌধুরী (নাজলু), সাংগঠনিক সম্পাদক ফেরদৌস খান, সদস্য মাহবুবুর রহমান চৌধুরী, উপজেলা যুবলীগ নেতা মাসুদ আলী, উমরপুর ইউনিয়ন যুবলীগ সভাপতি সুমন সুত্রধর, সাংগঠনিক সম্পাদক মতিউর রহমান ও উমরপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক সাবু মিয়া প্রমুখ।
মহামারি করোনাকাল ও ২০২২ সালের ভয়াবহ বন্যায়সহ বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগের সময় মুসাদ্দেক আহমদ শ্যামল এভাবে তার ব্যক্তিগত উদ্যোগে ওসমানীনগরে কষ্টে থাকা মানুষের পাশে দাঁড়ান। এছাড়া প্রতি ঈদে এলাকার গরিব-অসহায় মানুষকে প্রদান করেন ঈদ উপহার।

মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন