চলে গেলেন বিখ্যাত হলিউড অভিনেতা ডোনাল্ড সাদারল্যান্ড

gbn

হলিউডের জনপ্রিয় অভিনেতা ডোনাল্ড সাদারল্যান্ড আর নেই। বৃহস্পতিবার (২০ জুন) যুক্তরাষ্ট্রের মায়ামিতে মৃত্যুবরণ করেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৮ বছর। ‘দ্য হাঙ্গার গেমস’ ও ‘ডোন্ট লুক নাউ’ সিনেমার জন্য তিনি বিশ্বজুড়ে জনপ্রিয়তা অর্জন করেছিলেন।

 

‘ডেডলাইন’-এর প্রতিবেদন অনুসারে, দীর্ঘদিন ধরে অসুস্থতায় ভুগছিলেন অভিনেতা। ডোনাল্ড সাদারল্যান্ডের ছেলে ও অভিনেতা কিফার সাদারল্যান্ড এক বিবৃতিতে তার বাবার মৃত্যুর খবরটি নিশ্চিত করেছেন। তিনি বলেছেন, ‘অত্যন্ত দুঃখের সঙ্গে জানাচ্ছি যে আমার বাবা ডোনাল্ড সাদারল্যান্ড আর আমাদের মাঝে নেই। আমি ব্যক্তিগতভাবে মনে করি, তিনি সিনেমার ইতিহাসে অন্যতম গুরুত্বপূর্ণ একজন অভিনেতা ছিলেন।

 

1

‘দ্য হাঙ্গার গেমস’-এ ডোনাল্ড সাদারল্যান্ড

১৯৩৫ সালে কানাডার নিউ ব্রান্সউইকে জন্ম ডোনাল্ড সাদারল্যান্ডের। তিনি তার ক্যারিয়ার শুরু করেছিলেন রেডিও রিপোর্টার হিসেবে। এরপর ১৯৫৭ সালে কানাডা ছেড়ে লন্ডন চলে যান এবং লন্ডন একাডেমি অব মিউজিক অ্যান্ড ড্রামাটিক আর্টে উচ্চশিক্ষা গ্রহণ করেন। লন্ডনে উচ্চশিক্ষা শেষে সাদারল্যান্ড সেখানকার চলচ্চিত্র ও টেলিভিশনে ছোট ছোট কিছু চরিত্রে অভিনয় শুরু করেন।

দ্বিতীয় বিশ্বযুদ্ধের প্রেক্ষাপটে নির্মিত ‘দ্য ডার্টি ডজন’ চলচ্চিত্রে অভিনয়ের মাধ্যমে তিনি খ্যাতি অর্জন করেন। ১৯৬৭ সালে মুক্তিপ্রাপ্ত এই চলচ্চিত্রটি ছিল তার প্রথম উল্লেখযোগ্য কাজ।

 

‘দ্য ডার্টি ডজন’, ‘এমএএসএইচ’ ও ‘ক্লুটে’ সিনেমায় অভিনয় করে ব্যাপক সুনাম অর্জন করেন ডোনাল্ড সাদারল্যান্ড। ১৯৭০ সালে মুক্তিপ্রাপ্ত কোরিয়ান যুদ্ধ নিয়ে নির্মিত ‘এমএএসএইচ’ সিনেমায় হকিয়ে পিয়ার্স’র চরিত্রে অভিনয় করেন। প্রায় ৬ দশকের অভিনয় জীবনে প্রায় ২০০টির মতো চলচ্চিত্র ও টিভি শো’তে অভিনয় করেছেন তিনি।

অসংখ্য চরিত্রে দারুণ অভিনয় করা সত্ত্বেও কখনও অস্কারের জন্য মনোনীত হননি এই অভিনেতা। তবে ২০১৭ সালে একটি সম্মানসূচক একাডেমিক পুরস্কার পেয়েছিলেন।

জিবি নিউজ24ডেস্ক//

gbn

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন