নিজস্ব প্রতিবেদক, বড়লেখা::
মৌলভীবাজারের বড়লেখায় উপজেলা প্রশাসনের পক্ষ থেকে বন্যার্তদের মাঝে শুকনো খাবার ও স্যালাইন বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (১৮ জুন) বিকেলে উপজেলার তালিমপুর ইউনিয়নের টেকাহালী উচ্চ বিদ্যালয় ও হাকালুকি উচ্চ বিদ্যালয় আশ্রয়কেন্দ্রে থাকা কয়েকটি পরিবারে মাঝে শুকনো খাবার ও স্যালাইন বিতরণ করেন সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ আসলাম সারোয়ার।
উপজেলা প্রশাসন জানিয়েছেন, বন্যা পরিস্থিতি মোকায়বেলায় প্রশাসন সবধরনের প্রস্তুতি নিয়েছে। ইতিমধ্যে ২২টি আশ্রয় কেন্দ্র খোলা হয়েছে। এসব কেন্দ্রে ১৭২টি পরিবার আশ্রয় উঠেছে। এসব পরিবারের মাঝে খাবার দেওয়া হয়েছে। পাশাপাশি শুকনো খাবারও দেওয়া হচ্ছে।
জানা গেছে, গত দুদিন থেকে বড়লেখায় টানা বৃষ্টি ও উজান থেকে নেমে আসা ঢলে বড়লেখা পৌর এলাকার বিভিন্ন বাসাবাড়ি ও দোকানপাটে পানি ঢুকেছে। এছাড়া বড়লেখা-কুলাউড়া আঞ্চলিক মহাসড়কের বেশ কয়েকটি স্থানে পানি যান চলাচলা ব্যাহত হয়। মঙ্গলবার (১৮ জুন) সকাল থেকে বিকাল পর্যন্ত থেমে থেমে বৃষ্টি ঝরেছে। ভারী বর্ষণ ও উজানের ঢলে উপজেলার তালিমপুর, বর্ণি, সুজানগর, দাসেরবাজার, উত্তর শাহবাজরপুর ইউনিয়নের বিভিন্ন গ্রাম পানিতে তলিয়ে গেছে। এসব গ্রামের বিভিন্ন বাড়িতে পানি উঠেছে। এতে কয়েক হাজার পরিবার পানিবন্দি হয়ে পড়েছেন। ঘরে ঠিকতে না পেরে অনেকে আশ্রয় কেন্দ্রে ছুটছেন। এছাড়া বিভিন্ন এলাকার গ্রামীণ রাস্তা পানিতে নিমজ্জিত রয়েছে।
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন