৫১৮ বোতল ফেনসিডিল,৬শ গ্রাম হেরোইন,৫ বোতল বিদেশী মদ জব্দ চাঁপাইনবাবগঞ্জে মাদকসহ গ্রেপ্তার ১

জাকির হোসেন পিংকু,চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জে ৫৩’বিজিবি ব্যাটালিয়নের সদস্যরা মাদক বিরোধি অভিযানচালিয়ে ৫১৮ বোতল ফেনসিডিল,৬শ’গ্রাম হেরোইন ও ৫ বোতল বিদেশী মদ উদ্ধারকরেছে। রোববার (৫আগষ্ট) ভোর ৫টা ও গত শনিবার(৪আগষ্ট) রাত ১১টায় দুটিপৃথক অভিযানে এসব মাদকদ্রব্য উদ্ধার করে বিজিবি।ফেনসিডিল উদ্ধরের ঘটনায় গ্রেপ্তার হয়েছেন জেলার শিবগঞ্জ উপজেলার সাহাপাড়াতারাপুর ছয়ঘড়িয়া গ্রামের দাউদ হোসেনের ছেলে শাকিল হোসেন(২২)। পলাতকরয়েছেন একই গ্রামের ইসমাইল হোসেনের ছেলে রশিদ মিয়া ও মকবুল হোসেনের
ছেলে আবুল কাশেম।৫৩’বিজিবি’র অধিনায়ক লে.কর্ণেল সাজ্জাদ সরোয়ার জানান,ভোরে শিবগঞ্জেরতারাপুর মাঠ থেকে ৫১ বোতল ফেনসিডিলসহ গ্রেপ্তার হন শাকিল। এ ঘটনায়গ্রেপ্তারকৃত ও পলাতকদের বিরুদ্ধে মামলা হয়েছে।অধিনায়ক আরও জানান, এর আগে রাতে ব্যাটালিয়নের আওতাধীন রাজশাহী জেলারগোদাগাড়ী উপজেলার ডিএমসি এলাকায় অভিযান চালিয়ে ৬শ’ গ্রাম হেরোইনও ৫ বোতল বিদেশী মদ উদ্ধার করে বিজিবি। তবে এ ঘটনায় কেউ গ্রেপ্তার হয়নি।জব্দ হেরোইন ও মদ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে জমা করা হয়েছে বলেও জানান অধিনায়ক। ####