গত ৪ জুন মঙ্গলবার সকাল ১১টায় জাতীয় প্রেসক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে বাংলাদেশ স্বাধীনতা পরিষদের উদ্যোগে " বঙ্গবন্ধু- বাংলাদেশ উন্নয়নে জননেত্রী শেখ হাসিনা" শীর্ষক আলোচনা সভার আয়োজন করা হয়।
স্বাধীনতা শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক, সাবেক এমপি অধ্যক্ষ শাহজাহান আলম সাজুর সভাপতিত্বে সংগঠনের যুগ্ম সম্পাদক রোকন উদ্দিন পাঠানের পরিচালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও পররাষ্ট্র মন্ত্রী ডঃ হাছান মাহমুদ এমপি। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক শাহে আলম মুরাদ, বাংলাদেশ আওয়ামী লীগের জাতীয় কমিটির সদস্য এডভোকেট বলরাম পোদ্দার, আওয়ামী লীগ নেতা এম এ করিম।
আরো বক্তব্য রাখেন বাংলাদেশ স্বাধীনতা পরিষদের সভাপতি জিন্নাত আলী খান, সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন টয়েল, প্রত্যাগত আওয়ামীলীগ প্রবাসী লীগের সাধারণ সম্পাদক আল মামুন সরকার, বঙ্গমাতা পরিষদের সাধারণ সম্পাদক এম আনিসুর রহমান, কুমিল্লা আওয়ামী লীগ নেতা জাকির হোসেন, লিয়াকত আলী খান, বাংলাদেশ আওয়ামী লীগের যুব ও ক্রীড়া উপ কমিটির সদস্য আনিসুর রহমান খোকন, স্বাধীনতা পরিষদের সহ সভাপতি এমদাদুল হক ভুইয়া, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সূর্যসেন হল ছাত্রলীগের গ্রন্থতা ও প্রকাশনা সম্পাদক ওমর ফারুক রায়হান, স্বাধীনতা পরিষদের সহ সভাপতি ফায়েকুজ্জামান ফরিদ, যুগ্ম সাধারণ সম্পাদক মোল্লা সানাউল হক, আব্দুল মতিন যুবলীগ নেতা মানিক লাল ঘোষ।। আলোচনা সভার শুরুতে মহান ভাষা আন্দোলন থেকে শুরু করে ৬২, ৬৪ এর ৬ দফা, এগারো দফা শিক্ষা আন্দোলন ও স্বাধিকার আন্দোলন, ৬৯ এর গনঅভ্যুত্থান, আগড়তলা ষড়যন্ত্র মামলা, ৭১এর মহান মুক্তিযুদ্ধ, ১৫ই আগষ্ট, ২১শে আগস্ট, ৩রা নভেম্বরের নিস্ঠুর হত্যাকান্ড এবং স্বৈরাচার বিরোধী এবং সকল গনতান্ত্রিক আন্দোলনে শহীদ বীর মুক্তিযোদ্ধা ও আত্মত্যাগী বীর এবং সম্ভ্রমহারা ২ লক্ষাধীক মা-বোনদের প্রতি শ্রদ্ধা জানিয়ে দাড়িয়ে ১মিনিট নিরবতা পালন করা হয়।
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন