রফিক উল্লাহ ||
১৯৭৮ সালে পূর্ব লণ্ডনে বর্নবাদ বিরোধী আন্দোলনের অন্যতম নেতা জনাব আব্দুন নুর আর নেই ।
গত ১লা জুন শনিবার তিনি বাংলা টাউনের আলবার্ট কটেজের নিজ বাসায় ইন্তেকাল করেছেন ।( ইন্না লিল্লাহে ওয়া ইন্না ইলাইহে রাজেউন )।মৃত্যুকালে মরহুমের বয়স হয়েছিল ৭৩ বছর ।তিনি স্ত্রী ,৬ জন ছেলে মেয়ে ও আত্মীয় স্বজন রেখে গেছেন ।
আগামী ৪ জুন মঙ্গলবার জোহরের নামাজের পর ( ১-৩০মিঃ জামাত) মরহুমের নামাজে জানাযা ব্রিকলেন মসজিদে অনুষ্ঠিত হবে ।দুপুর ১২টা থেকে ১টা পর্যন্ত মসজিদে লাশ দেখা যাবে ।জানাযার নামাজ শেষে মরদেহের প্রতি শ্রদ্ধা জানানোর জন্য আলতাব আলী পার্কের শহীদ মিনারে নেওয়া হবে ।
মরহুম আব্দুন নুর ১৯৭৮ সালে বাংলাদেশী যুব সংগঠণ বি ওয়াই এম এর সাথে জড়িত ছিলেন এবং বর্নবাদ বিরোধী আন্দোলনে সক্রিয় ভূমিকা রাখেন ।মরহুমের বাংলাদেশের বাড়ি হচ্ছে বিশ্বনাথ উপজেলার দশঘর গ্রামে ।
মরহুম আব্দুন নুরের মৃত্যুতে ১৯৭৮ সালে বর্নবাদ বিরোধী আন্দোলনের অন্যতম সংগঠক ও নেতা রাজন উদ্দিন জালাল ,সিরাজুল হক সিরাজ ,আকিকুর রহমান ,রফিক উল্লাহ ,এ কে আজাদ কনর,সৈয়দ মিজান গভীর শোক ও সমবেদনা প্রকাশ করে রুহের মাগফিরাত কামনা করেছেন ।
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন