স্টাফ রিপোর্টারঃ তাহিরপুর উপজেলার বালজুরি ইউনিয়নের দক্ষিন কুল গ্রামের দক্ষিন কুল কমিউনিটি ক্লিনিকে একটি যক্ষ্মা রোগ সম্পর্কে সচেতনতা মুলক একটি পট সং আয়োজন করে হীড বাংলাদেশ। হীড বাংলাদেশ এ বছরের জানুয়ারী মাস থেকে সুনামগঞ্জে যক্ষ্মা নিয়ন্ত্রণ কার্যক্রম পরিচালনা করে আসছে। সাধারণ মানুষের যক্ষা রোগের সচেতনতা বাড়াতে এই আয়োজন করা হয়। যক্ষা রোগের প্রতিকার সম্পর্কে জনগণকে সচেতনতা বৃদ্ধি করতে পারলে অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। উপজেলা স্বাস্থ ও পরিবার পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মীর্জা রিয়াদ হাসানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে ছিলেন হীড বাংদেশের সিনিয়র অপারেশন ম্যানাজের আইজ্যাক রানা বনিক। এছাড়াও অনুষ্ঠানে উপস্থিন ছিলেন হীড বাংলাদেশের যক্ষ্মা নিয়ন্ত্রণ কর্যক্রমের প্রজেক্ট ডিরেক্টর জ্যাকব দাস, আরো উপস্থিত ছিলেন হীড বাংলাদেশের জেলা সুপারভাইজর মোঃ হাচানুজ্জামান শাহ, উপস্থিত ছিলেন হীড বাংলাদেশের টিবি সুপারভাইজর পংকজ সরকার। অনুষ্ঠানটিতে দেবাশিষ রায় (টিম লিডার) এর নেতৃত্বে হিড কালচারাল টিম পার্ফরম করে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে।

মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন