মাদক ব্যাবসায়ী ও গাজার গাছ আটক

ছাদেকুল ইসলাম রুবেল,গাইবান্ধা
গাইবান্ধা সুন্দরগঞ্জ থানারঅফিসার ইনচার্জ এর নেতৃত্বে মাদক বিরোধী সাড়াশি অভিযানেরদিকনির্দেশনায়, সুন্দরগঞ্জ থানার তারাপুর চর খোর্দ্দা থেকে কুখ্যাতমাদক ব্যবসায়ী মোঃ জাফর ওরফে আবু জাফর, পিতা- মোঃ মজিবর রহমান(৩৫) কে ১২ কেজি গাঁজার গাছ সহ হাতে নাতে আটক করে সুন্দরগঞ্জ থানা পুলিশ।