মৌলভীবাজার প্রতিনিধি\ মৌলভীবাজার রাজনগর উপজেলায় প্রদিপ দেব নামের এক বাক প্রতিবন্ধী যুবকে হত্যা করা হয়েছে। গত ১০মে রাত আটটার দিকে উপজেলার ক্ষেমসহস্র গ্রামের কালিবাড়ির পাশে এ ঘটনাটি ঘটে। প্রদিব দেব রাজনগর উপজেলার ক্ষেমসহস্র গ্রামের প্রবাসী প্রণয় দাসের ছেলে। রাজনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুছ সালেক বিষয়টি নিশ্চিত করে জানান, প্রদিব দেব কিশোরের বুকের একপাশে আঘাতের চিহ্ন রয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা যাচ্ছে দুর্বৃত্তরা তাকে হত্যা করে বাড়ির পাশে রাস্তায় ফেলে রেখে গেছে। তার মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্ত করার জন্য মৌলভীবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন