মৌলভীবাজার সদরসহ কাল বৈশাখী ঝড়ে শতাধিক বাড়িঘর লন্ডভন্ড, আটকা পরে ট্রেন

মৌলভীবাজার প্রতিনিধি \

মৌলভীবাজারসদরসহ শ্রীমঙ্গল ও বড়লেখায় শিলাবৃষ্টি ও কালবৈশাখী ঝড়ে কয়েক শতাধিক বাড়িঘর ক্ষতিগ্রস্ত হয়েছে। এ ছাড়া গাছপালা উপড়ে গেছে, বিভিন্ন স্থানে বিদ্যুতের খুঁটি ভেঙে পড়েছে। লাউয়াছড়া জাতীয় উদ্যানে রেল লাইনের উপর গাছ পড়ে সিলেটের সাথে সারাদেশের ট্রেন যোগাযোগ প্রায় ৩ ঘন্টা বন্ধ থাকার পর স্বাভাবিক হয়। ঢাকা গামী পারাবত এক্সপ্রেস ভানুগাছ ও সিলেট গামী জয়ন্তীকা এক্সপ্রেস শ্রীমঙ্গলে স্টেশনে আটকা থাকে। শ্রীমঙ্গল রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার সাখাওয়াাত হোসেন জানান,ঢাকা থেকে সিলেটগামী আন্তনগর জয়ন্তিকা এক্সপ্রেস শ্রীমঙ্গল রেলওয়ে স্টেশনে এবং সিলেট থেকে ঢাকাগামী আন্তনগর পারাবত এক্সপ্রেস ভানুগাছ স্টেশনে আটকা পরে। রেল লাইন থেকে গাছ সরিয়ে তারপর রেল যোগাযোগ স্বাভাবিক করা হবে বলে জানান তিনি। গতকাল রোববার ২৮ এপ্রিল বিকেলে সাড়ে ৫ টার দিকে হঠাৎ মৌলভীবাজার সদর শ্রীমঙ্গল, বড়লেখা,কমলগঞ্জ ও কুলাউড়া উপজেলার উপর দিয়েও কাল বৈশাখী ঝড় বয়ে যায়। প্রায় ৫ মিনিটেরে স্থায়ী ঝড় ও শিলাবৃষ্টিতে গাছ পালা রাস্তার উপর পড়ে ও কাঁচাপাকা ঘরের চাল উড়ে যায়। কালবৈশাখী ঝড়ে গাছ ভেঙ্গে ঘরের ওপর পরে অনেকের বসতঘর বিধ্বস্ত হয়েছে। বিভিন্ন দোকান ও বাড়ি ঘরের চাল উড়ে গেছে। উপড়ে পরে অসংখ্য বড় বড় গাছ। কালবৈশাখীর তান্ডবে লন্ডভন্ড হয়ে পড়ে বৈদুতিক লাইন। এর পরে থেকে অধিকাংশ এলাকায় বিদ্যুৎ বিহীন রয়েছে। শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী অফিসার মো: আবু তালেব জানান, কয়েক মিনিটের কালবৈশাখী ঝড়ে ব্যপক তান্ডব ঘটায়। হতাহতের কোন খবর পাওয়া যায়নি। ক্ষয়ক্ষতি নিরুপনের জন্য মাঠে কয়েকটি টিম কাজ করছে। সদর উপজেলা নির্বাহী অফিসার নাসরিন চৌদুরী জানান, মিনিট ছয় এর কালবৈশাখী ঝড়ে ব্যপক তান্ডব ঘটায়। নাজিরাবাদ ও গিয়াসনগর ইউপির কাচা ঘর ভেঙ্গে ১৩ আহত হয়। ক্ষয়ক্ষতি নিরুপনের জন্য মাঠে কয়েকটি দল খোজখবর করছে।

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন