পাইকগাছায় গৃহবধূকে গাছে বেঁধে মারপিট করার অভিযোগ

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি \
পাইকগাছায় জায়গা-জমির বিরোধকে কেন্দ্র করে এক গৃহবধুকে গাছেবেঁধে মারপিট করার অভিযোগ উঠেছে। এ ঘটনায় থানায় এজাহার দায়ের হয়েছে।অভিযোগ সূত্রে জানাগেছে, উপজেলার হেতালবুনিয়া গ্রামের মৃত মাদার চন্দ্রমন্ডলের ছেলে গুরুদাশ মন্ডলদের সাথে একই এলাকার মৃত চিত্তরঞ্জন মন্ডলের ছেলে নীলকোমল মন্ডল গংদের সাথে জায়গা-জমি নিয়ে দীর্ঘদিন বিরোধ চলে আসছে।
বিরোধকে কেন্দ্র করে প্রতিপক্ষ নীল কোমল গংদের লোকজন ঘটনার দিন শুক্রবার বিকাল৫টার দিকে গুরুদাশদের বসতবাড়ীতে প্রবেশ করে গালিগালাজ করতে থাকে। এ সময়বাঁধা দিতে গেলে প্রতিপক্ষরা গুরুদাশ (৫৫) ও তার স্ত্রী দিপালী রানী (৪৮)কে মারপিট
করে। মারামারির এক পর্যায়ে প্রতিপক্ষের লোকজন দিপালীকে বসতবাড়ীর পাশেখেঁজুর গাছের সাথে বেঁধে রেখে মারপিট করে। পরে স্থানীয় লোকজন আহতকেউদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। এ ঘটনায় শনিবার গুরুদাশ বাদী হয়েপ্রতিপক্ষ ৫ জনকে বিবাদী করে থানায় এজাহার দায়ের করেছে। এ ব্যাপারে থানারওসি (অপারেশন) প্রবীণ চক্রবর্তী জানান, এ ঘটনায় থানায় এজাহার দায়ের
হয়েছে। বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।