এস এম ফজলুঃ
জিবি নিউজ ২৪ ডটকমের একটি অংশ " জিবি ফাউন্ডেশন" আর এই জিবি ফাউন্ডেশন থেকে মৌলভীবাজার সদর উপজেলার ৯নং আমতৈল ইউনিয়নের ৬ নং ওয়ার্ড আটগাঁও গ্রামের স্বামী হারা অসহায়,শাহানা বেগম কে দালান কোটা নির্মাণ শেষে ঘরের চাবি হস্তান্তর করা হয়।
৭ নভেম্বর ২০২০ ইং রোজ শনিবার শাহানা বেগমের বাড়িতে এই চাবি হস্তান্তর অনুষ্টান অনুষ্টিত হয়।
এসময় জিবি নিউজ টুয়েন্টিফোর ডট কম এর উপদেষ্টা সম্মিলিত সামাজিক উন্নয়ন পরিষদ মৌলভীবাজার এর সভাপতি খালেদ চৌধুরীর সভাপতিত্বে এবং জিবি নিউজ টুয়েন্টিফোর ডট কম এর মৌলভীবাজার জেলা ব্যুরু প্রধান মোফাদ আহমদের সঞ্চালনায় উক্ত অনুষ্টানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার সদর উপজেলা চেয়ারম্যান কামাল হোসেন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার মডেল থানার অফিস্যার ইনচার্জ ইয়াছিনুল হক,এছাড়াও আরও উপস্থিত ছিলেন মৌলভীবাজার জেলা যুব লীগের সাংগঠনিক সম্পাদক এডভোকেট গৌছ উদ্দীন নিক্সন,এডভোকেট তপন, আব্দুল আলীম,সিলেট জেলা ছাত্রলীগ। এবং জিবি নিউজেরর প্রতিনিধিদের মধ্যে উপস্থিত ছিলেন শাহাবউদ্দীন আহমদ,এনামুল হক আলম, এস এম ফজলু, রুবেল সহ আরও অন্যান্য স্থানীয় ব্যক্তিবর্গ।
অনুষ্টান শুরুতে পবিত্র কোরআন তিলাওয়াত পাঠ করে দোআর মধ্যে দিয়ে অনুষ্টান শুরু এবং পরিশেষে প্রধান অতিথি কামাল হোসেন ঘরের ফিতা কেটে ঘরের উদ্ভোধন করেন, এবং ঘরের ভিতর পর্যবেক্ষণ করেন।
প্রসঙ্গঃ আজ থেকে প্রায় দু-মাস আগের কথা মৌলভীবাজার সদর উপজেলার ৯নং আমতৈল ইউনিয়নের বাসিন্দা স্বামীহারা অসহায় সাহানা বেগম যার দুটি কন্যা সন্তান ও একটি ছেলে সন্তান নিয়ে যার অভাবী সংসার।পেটের দায়ে অন্যজনের ঘরে কাজ করে খেতে হয়। মাঠির দেয়াল ও উপরে ছিলো পলিথিনের ছাল। ঝড়,তুফান বৃষ্টির মধ্যে এই ঘরে জীবন যাপন।
আমাদের জিবি নিউজের প্রতিবেদনের মাধ্যমে উঠে আসে সাহানা বেগমের অসহায় জীবনের কথা। স্বপ্ন ছিলো একটি ভালো ঘরে বসবাস করা। 
আর সেই আশা পূরণ করলেন আমাদের জিবি ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান রাকিব হোসেন রুহেল। 
সম্পূর্ণ দালান করে দুটি থাকার রুম,পাকঘর ও বারান্দাসহ নির্মাণ করে দিলেন দু মাসের মধ্যে।
 
                            
                             
                                                                                                
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন