সৈয়দ নাজমুল হাসান, ঢাকা |
ঈদ মানে আনন্দের জোয়ার। ঈদ মানে খুশির সঞ্চার। দীর্ঘ এক মাস সিয়াম সাধনার পর রমজানের শেষ দিনে আকাশের এক কোণে বাঁকা চাঁদের মিষ্টি হাসি ঈদের জানান দেয়। ঈদুল ফিতর প্রতিবছর এক অনন্য-বৈভব বিলাতে নিয়ে আসে খুশির বার্তা। বছরে একবার এই উৎসব দিবসটি খুশি ও কল্যাণের সওগাত নিয়ে ফিরে আসে। এ জন্য এটাকে ঈদ বলা হয়। মহান আল্লাহ প্রতি বছর ঈদের মাধ্যমে বান্দাকে তার দয়া ও করুণা বর্ষণ করেন। সিয়াম পালনের দ্বারা রোজাদার যে পবিত্রতা ও পরিচ্ছন্নতার সৌকর্য দ্বারা অভিষিক্ত হন, ইসলামের যে আত্মশুদ্ধি, সংযম, ত্যাগ-তিতিক্ষা, দানশীলতা, উদারতা, ক্ষমা, মহানুভবতা, সাম্যবাদিতা ও মনুষ্যত্বের গুণাবলি দ্বারা বিকশিত হন, এর গতিধারার প্রবাহ অক্ষুণ্ন রাখার শপথ গ্রহণের দিন হিসেবে ঈদুল ফিতর আগমন হয়। এই আগমনকে স্বাগত জানিয়ে আজ ৩১ নং ওয়ার্ডের কাউন্সিলর শেখ মোহাম্মদ আলমগীরসহ গোলাম মোস্তফা লেন পঞ্চায়েত কমিটির সবাই একই সুরে গেয়ে ওঠেন কাজী নজরুল ইসলামের সেই অমর সংগীত, ‘ও মন রমজানের ঐ রোজার শেষে এলো খুশির ঈদ।’
আল্লাহর পক্ষ থেকে ঈদ হচ্ছে- বান্দার জন্য বিরাট আতিথেয়তা। এ দিন যে আনন্দধারা প্রবাহিত হয়, অফুরন্ত পুণ্যময়তা দ্বারা পরিপূর্ণ। সুদীর্ঘ এক মাস রোজার পর মুসলমানের ঘরে নিয়ে আসে ঈদ আনন্দ। এদিন নতুন জামা-কাপড় পরিধান করা, ঈদগাহে নামাজ পড়া ও কোলাকুলি সৌহার্দ্য, সম্প্রীতি, ভালোবাসার বন্ধনে আবদ্ধ হন। ফিরনি-সেমাই খাওয়া প্রভৃতি ঈদের দিনের ঐতিহ্য ও সংস্কৃতি। ঠিক তেমনি একটি ভিন্নধর্মী ঈদ উদযাপন করলো পুরান ঢাকার গোলাম মোস্তফা লেন পঞ্চায়েতের উদ্যোগে ৩১ নং ওয়ার্ডের বাসিন্দারা।
আজ বৃহস্পতিবার (১১ এপ্রিল) সকাল সাড়ে ৮ টায় রাজধানীর পুরান ঢাকার ঐতিহ্যবাহী গোলাম মোস্তফা লেন জামে মসজিদে ঈদের নামাজ পড়তে আসা শত শত মুসল্লিদের জন্য ভিন্নধর্মী পানীয় ও খাবারের সুব্যবস্থা করে গোলাম মোস্তফা লেন পঞ্চায়েত কমিটি। ঐতিহ্যবাহী মাঠা, ছানাযুক্ত মরিয়ম খেজুর এবং জাফরানি শাহী টুকরা দিয়ে মুসল্লিদের আপ্যায়ন করান ৩১ নং ওয়ার্ডের কাউন্সিলর শেখ মোহাম্মদ আলমগীরসহ গোলাম মোস্তফা লেন পঞ্চায়েত কমিটির প্রতিষ্ঠাতা সভাপতি টেক্কা হাসান ও প্রতিষ্ঠাতা সাধারন সম্পাদক মোহাম্মদ রিয়াজ উদ্দিন বুলবুল।
এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন লেন গোলাম মোস্তফা লেন পঞ্চায়েতের উপদেষ্টা ও ৩১ নং ওয়ার্ড ক্রীড়া কমিটির সভাপতি হাজী মোঃ ইশতিয়াক নান্নু, ৩১ নং ওয়ার্ড যুগলীগের সভাপতি রাইস উদ্দিন আহমেদ টুটুলসহ কমিটির নেতৃবৃন্দ ও স্থানিয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
উল্লেখ্য, গোলাম মোস্তফা লেন পঞ্চায়েত কমিটি বিগত পাঁচ বছর ধরে এধনের কার্যক্রম করে আসছে। তাছাড়া ছোট বড় সব বয়সীরা একই রঙ ও ডিজাইনের পাঞ্জাবী পরিধান করে ঈদের আনন্দকে আরো বহুগুণে তোলে। এধরনের ঈদ উদযাপনকে এলাকাবাসীরা প্রতিবার উৎসাহ উদ্দীপনার সাথে পালন করে থাকেন।
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন