ফকিরহাট প্রতিনিধি//
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবর্ষ উপলক্ষে মানসা শাপলা ক্রীড়া চক্র কর্তৃক আয়োজিত স্বর্গীয় শৈলেন্দ্রনাথ আঁশ স্মৃতি ৮দলীয় ফুটবল টুর্নামেন্টের প্রথম সেমিফাইনাল খেলা শনিবার বিকেল ৪টায় বাহিরদিয়া মাধ্যমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়। এসময় উপস্থিত ছিলেন বাহিরদিয়া-মানসা, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো: রেজাউল করিম ফকির, নলধা-মৌভোগ ইউপি চেয়ারম্যান কাজি মো: মহসিন, সমাজ সেবক বলরাম আঁশ, সমাজ সেবক আ: কুদ্দুস বড়মিয়া, বাবলু আঁশ, ইউপি সদস্য রবীন্দ্রনাথ হালদার বাটুল, মো: সাইফুল ইসলাম, মো: হুমায়ুন কবীর বাচ্চু, মো: লিয়াকত হোসেন, নলধা-মৌভোগ ইউনিয়ন আওয়ামী লীগ সাধারন সম্পাদক মো: জাহাঙ্গির হোসেন, শিক্ষক শেখ মোহম্মদ আলী, আতিয়ার রহমান মোড়ল, মো: মিজানুর রহমান, মো: রফিকুল ইসলাম প্রমূখ। প্রথম সেমিফাইনাল খেলায় মৌভোগ অগ্রগামী যুব সংঘ ১-০ গোলে কাজদিয়া শহীদ মুনসুর স্মৃতি সংঘকে পরাজিত করে। খেলায় ম্যান অব দি ম্যাচ নির্বাচিত বিজয়ী দলের এনামুলকে পুরস্কার বিতরণ করেন মানসা ভিশনের পক্ষ থেকে মো: রফিকুল ইসলাম। খেলা পরিচালনা করেন আজিজুর রহমান বাবলু, সহযোগি ছিলেন আলী আকবর ও জসিম উদ্দিন। খেলায় বিপুল সঙখ্যক ফুটবলপ্রেমী দর্শক উপস্থিত ছিলেন। ##

মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন