Bangla Newspaper

সিলেটে ট্রাক-মোটরসাইকেলে সংঘর্ষে তরুণীর মৃত্যু

52

জিবি নিউজ 24 ডেস্ক//

সিলেটের গোলাপগঞ্জ উপজেলার হেতিমগঞ্জে ট্রাক-মোটরসাইকেলের সংঘর্ষে রিমা আক্তার (২২) নামের এক তরুণীর মৃত্যু হয়েছে।

শুক্রবার বেলা পৌনে ২টার দিকে স্থানীয় হেতিমগঞ্জ বাজারের কাছে এ দুর্ঘটনা ঘটে।

রিমা আক্তার ওই এলাকার পৌর কাউন্সিলর জবান আলীর মেয়ে।

গোলাপগঞ্জ থানার ওসি একেএম ফজলুল হক শিবলী জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ উপস্থিত হয়ে লাশ ময়নাতদন্তের জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেছে। এ ঘটনায় ট্রাক ও মোটরসাইকেল পুলিশের হেফাজতে নেওয়া হয়েছে।

Comments
Loading...