মৌসুম শেষে পিএসজি ছাড়ার ঘোষণা দেওয়ার পর থেকেই পিএসজির একাদশে অনিয়মিত কিলিয়ান এমবাপ্পে। সর্বশেষ ছয় লিগ ম্যাচের পাঁচটিতেই পুরো নব্বই মিনিট খেলা হয়নি ফরাসি তারকার। এ নিয়ে প্রতি ম্যাচেই প্রশ্নের মুখোমুখি হতে হয় কোচ লুই এনরিককে। এতে বিরক্তি প্রকাশই করেছেন এই স্প্যানিয়ার্ড।
গতরাতেও মার্শেই-এর বিপক্ষে ম্যাচে ৬৫ মিনিটে এমবাপ্পেকে তুলে নেওয়া হয়। এই ফরোয়ার্ড যখন মাঠ ছাড়ছিলেন তখন চোখে-মুখে ছিল হতাশা। বোঝাই যাচ্ছিল, কোচের সিদ্ধান্তে অখুশি ছিলেন তিনি। ২-০ গোলে ম্যাচ জিতলেও সংবাদ সম্মেলনে কথা হলো এমবাপ্পেকে নিয়েই বেশি।
বিরক্তিকে সঙ্গী করেই যেন উত্তর দিলেন এনরিকে, ‘সপ্তাহের পর সপ্তাহ একই সুর বেজে চলছে। এটা বিরক্তিকর। আমি কোচ, প্রতিদিন আমিই সিদ্ধান্ত নিয়ে থাকি এবং পিএসজিতে শেষ দিন পর্যন্ত আমিই সিদ্ধান্ত নেব। আমি সব সময় পিএসজির জন্য সেরা সমাধান খুঁজে বের করার চেষ্টা করি।
কখনো কখনো আমি ভুল হতে পারি, কিন্তু এটাই আমার পছন্দ।'
এমবাপ্পেকে তুলে নিলেও মার্শেই এর বিপক্ষে জিততে অসুবিধা হয়নি পিএসজির। ভিতিনিয়া দলকে এগিয়ে নেওয়ার পর বদলি নেমে ব্যবধান বাড়িয়েছেন গনসালো রামোস। যদিও ম্যাচে ৫০ মিনিট ধরে ১০ জনের দল নিয়ে খেলেছে পিএসজি। ম্যাচের ৪০ মিনিটে লাল কার্ড দেখেন লুকাস বেরালদো।
এই জয়ে দুইয়ে থাকা ব্রেস্তের চেয়ে ১২ পয়েন্টে এগিয়ে গেছে পিএসজি। শিরোপা জয় এখন শুধুই সময়ের ব্যাপার।
জিবিডেস্ক //
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন