জিবি নিউজ ||
Socil Hub (সামাজিক কেন্দ্র) Whatsapp গ্রুপের উদ্যোগে ১ হাজার রোযাদার মানুষদের নিয়ে ইফতার মাহফিল অনুষ্টিত।
নতুন করে যাত্র শুরু করা Socil Hub (সামাজিক কেন্দ্র) Whatsapp গ্রুপের উদ্যোগে ১ হাজার রোযাদার মানুষদের নিয়ে ইফতার মাহফিলের আয়োজন করা হয়েছে।
শুক্রবার ২৯ মার্চ ১৮ রামাদ্বান
মৌলভীবাজার সদর উপজেলার ৮নং কনকপুর ইউনিয়নের ১ নং ওয়ার্ডের ভাদগাঁও শাহী ঈদগাহ ময়দানে এই ইফতার মাহফিলের আয়োজন করে Social Hub (সামাজিক কেন্দ্র) Whatsapp গ্রুপ।
জানাগেছে ২৭ (ফেব্রুয়ারী) ২০২৪ খ্রীঃ তারিখে প্রতিষ্টিত হয় এই Whatsapp গ্রুপ।
এরপরে গত ৯ মার্চ ২০২৪ খ্রীঃ তারিখে তাদের প্রথম কর্মসূচি হিসেবে পবিত্র মাহে রামাদ্বান উপলক্ষে ৫০০ পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়।
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন