মৌলভীবাজার জুড়ীতে জাঙ্গিরাই সেতুর উদ্বোধন করেন বনমন্ত্রী শাহাব উদ্দিন

gbn

জিবিনিউজ 24 ডেস্ক //

মৌলভীবাজারের জুড়ীতে একটি সেতুর উদ্বোধন, দুইটি সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন পরিবেশ, বন ও জলবায়ূ পরিবর্তনমন্ত্রী মো. শাহাব উদ্দিন এমপি।

বৃহস্পতিবার দিনভর জুড়ী উপজেলার বিভিন্ন স্থানে বেশ কয়েকটি কর্মসূচীতে তিনি অংশগ্রহণ করেন।

সকাল সাড়ে ১১টায় রাজনগর-কুলাউড়া-জুড়ী-বড়লেখা-বিয়ানীবাজার-শেওলা-চারখাই (আর-২৮১) সড়কের উন্নয়ন কাজের অংশ হিসেবে সড়ক বিভাগের বাস্তবায়নে জুড়ীতে নির্মিত জাঙ্গিরাই সেতুর উদ্বোধন করেন মন্ত্রী মো. শাহাব উদ্দিন এমপি।

দুপুর ১২টায় উপজেলা পরিষদ সভা কক্ষে উপজেলা ক্রীড়া সংস্থার আয়োজনে উপজেলার ৩৪টি শিক্ষা প্রতিষ্ঠান ও ক্রীড়া সংগঠনের মধ্যে ক্রীড়া পরিদপ্তর কর্তৃক প্রদত্ত ক্রীড়া সামগ্রী বিতরণ করেন।

সাড়ে ১২টায় জুড়ী কামিনীগঞ্জ বাজারে স্থানীয় দিশারী সমাজ কল্যাণ সংস্থা আয়োজিত বৃক্ষরোপন কর্মসূচী উদ্বোধন করেন মন্ত্রী।

দুপুর দেড় ঘটিকায় উপজেলার পশ্চিম শিলুয়া-ভরাডহর প্রাইমারী স্কুল রাস্তার কয়লাঘাট পয়েন্টে জুড়ী নদীর উপর ৩.৯৭ কোটি টাকা ব্যয়ে সেতু নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর এবং পরে কাপনাপাহাড় চা বাগান-কাশিনগর রাস্তার বৃন্দার ঘাট পয়েন্টে জুড়ী নদীর উপর ৪.৩০ কোটি টাকা ব্যয়ে সেতু নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন পরিবেশ, বন ও জলবায়ূ পরিবর্তনমন্ত্রী মো: শাহাব উদ্দিন এমপি।

এ সকল কর্মসূচীতে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- উপজেলা চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা এম এ মোঈদ ফারুক, উপজেলা নির্বাহী কর্মকর্তা আল ইমরান রুহুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগ সভাপতি বীরমুক্তিযোদ্ধা বদরুল হোসেন, সাধারণ সম্পাদক মাসুক আহমদ চেয়ারম্যান, উপজেলা ভাইস চেয়ারম্যান রিংকু রঞ্জন দাশ, মহিলা ভাইস চেয়ারম্যান রনজিতা শর্মা, দিশারী সমাজ কল্যাণ সংস্থার সভাপতি যোদ্ধাহত বীরমুক্তিযোদ্ধা আব্দুস সহিদ চৌধুরী খুশীসহ প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান, ইউপি সদস্য ও রাজনৈতিক নেতৃবৃন্দ।
 

gbn

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন