Bangla Newspaper

আবেগঘন বার্তায় সিআর সেভেনকে বিদায় জানাল রিয়াল মাদ্রিদ

50

জিবি নিউজ 24 ডেস্ক//

দীর্গ ৯ বছরের বন্ধন অবশেষে ছিন্ন হলো। শেষ হয়ে গেল স্প্যানিশ লা লিগায় মেসি-রোনালদো দ্বৈরথ। স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদ ছেড়ে ইতালির ক্লাব জুভেন্তাসে যাত্রা করলেন ক্রিশ্চিয়ানো রোনালদো। আজ মঙ্গলবার এক ঘণ্টা আগে রিয়াল মাদ্রিদের জার্সি ইতিহাস হয়ে গেল সিআরসেভেনের কাছে। আবেগঘন এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে ক্লাবটি।

বার্তায় রিয়ালের পক্ষ থেকে বলা হয়েছে,  ‘রিয়াল মাদ্রিদ সবাইকে জানাচ্ছে যে, ক্রিশ্চিয়ানো রোনালদোর অনুরোধে জুভেন্টাসের সঙ্গে দলবদলের সিদ্ধান্তে সম্মত হয়েছি। আজ রিয়াল মাদ্রিদ এমন খেলোয়াড়ের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করতে চায় যে নিজেকে বিশ্বের সেরা বলে প্রমাণ করেছে। সে আমাদের ক্লাব এবং বিশ্ব ফুটবল ইতিহাসে অন্যতম উজ্জ্বল এক যুগের জন্ম দিয়েছে।’

‘৪৩৮ ম্যাচে ৪৫১ গোল করে রিয়াল মাদ্রিদের ইতিহাসে সর্বোচ্চ গোলদাতা সে। এ সময়ে মোট ১৬টি শিরোপা জিতেছেন, যার মধ্যে গত  ৫ বছরে ৪টি চ্যাম্পিয়নস লিগ, যার মধ্যে আবার তিনটি পরপর। ব্যক্তিগতভাবে, রিয়াল মাদ্রিদের জার্সিতে চারটি ব্যালন ডি’অর, দুটি ফিফা দ্য বেস্ট, এবং তিনটি গোল্ডেন বুট জিতেছেন।’

‘গত ৯ বছরে অসংখ্য শিরোপা, ট্রফি এবং ম্যাচ জয়ের অর্জনেই সব শেষ নয়; ক্রিশ্চিয়ানো রোনালদোর আত্মনিবেদন, পরিশ্রম, দায়িত্বশীলতা, প্রতিভা এবং ধারাবাহিক উন্নতি ক্লাবের জন্য উদাহরণ সৃষ্টি করেছে। রিয়াল মাদ্রিদের পরবর্তী প্রজন্মের জন্য, ক্রিশ্চিয়ানো রোনালদো সব সময় মহান এক আদর্শ ও অনুপ্রেরণা হয়ে থাকবেন। রিয়াল মাদ্রিদ সব সময় আপনার ঘর হয়েই থাকবে।

Comments
Loading...