স্পিকারের সঙ্গে ওয়ার্ল্ড বুদ্ধিস্ট মিশন প্রতিনিধিদলের সাক্ষাৎ

জিবি নিউজ 24 ডেস্ক//
স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বলেছেন, মানবসেবা একটি মহৎ গুণ। সরকারের পাশাপাশি অনেক বিত্তবান ব্যক্তি আর্তমানবতার সেবায় কাজ করছেন। অসহায় মানুষের সহযোগিতায় এগিয়ে আসার জন্য বৌদ্ধ সম্প্রদায়কে তিনি আন্তরিক ধন্যবাদ জানান।
গতকাল সোমবার জাতীয় সংসদ ভবনে স্পিকারের কার্যালয়ে ওয়ার্ল্ড বুদ্ধিস্ট মিশন-জাপান চ্যাপ্টারের প্রতিনিধিদলের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে তিনি এসব কথা বলেন। এ সময় সংস্থার নবনির্বাচিত অনারারি চেয়ারম্যান লায়ন রিংকু কুমার বড়ুয়ার নেতৃত্বে ১৪ সদস্যের প্রতিনিধি দল উপস্থিত ছিলেন।
প্রতিনিধিদলের চেয়ারম্যান বলেন, ওয়ার্ল্ড বুদ্ধিস্ট মিশন বিশ্বের ৩৫টি দেশে ধর্ম-বর্ণ নির্বিশেষে সহযোগিতার মাধ্যমে অসহায় মানুষের জীবনমান উন্নয়নে কাজ করে যাচ্ছে। এর ধারাবাহিকতায় কার্যক্রম চালাতে চায়। তিনি এ কাজে স্পিকারের সহযোগিতা কামনা করেন।
স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী প্রতিনিধিদলকে সার্বিক সহযোগিতার আশ্বাস দেন।