মৌলভীবাজার জেলার শ্রেষ্ঠ এসআই বড়লেখা থানার জাহেদ আহমদ

মৌলভীবাজার জেলার শ্রেষ্ঠ এসআই নির্বাচিত হয়েছেন বড়লেখা থানার এসআই জাহেদ আহমদ। বুধবার (১৩ এপ্রিল) দুপুরে মৌলভীবাজার জেলার পুলিশ লাইনে মাসিক কল্যাণ ও অপরাধ সভায় তাকে অভিন্ন মানদণ্ডে জেলার শ্রেষ্ঠ এসআই হিসেবে নির্বাচিত করে জেলা পুলিশ।

সভা শেষে পুলিশ সুপার মনজুর রহমান বিপিএম ও পিপিএম (বার) জাহেদ আহমদের হাতে ক্রেস্ট ও সনদপত্র তুলে দেন। এসময় কুলাউড়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার জনাব দীপঙ্কর ঘোষ, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মোহসিন, সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আসগর আলী প্রমুখ উপস্থিত ছিলেন।

 

 

জেলা পুলিশ সূত্র জানায়, মাদক, সাজাপ্রাপ্ত আসামি, ওয়ারেন্ট তামিল ও আইনশৃঙ্খলা রক্ষা এবং অপরাধ দমনে গুরুত্বপূর্ণ অবদান রাখায় বড়লেখা থানার এসআই জাহেদ আহমদকে শ্রেষ্ঠ এসআই নির্বাচিত করে জেলা পুলিশ।

এ বিষয়ে বড়লেখা থানার এসআই জাহেদ আহমদ বলেন, ‘এই পুরষ্কার প্রাপ্তি আমার পেশাগত দক্ষতায় আরো উৎসাহ ও প্রেরণা যোগাবে।  এজন্য আমি পুলিশ সুপার স্যার ও কুলাউড়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার স্যারের প্রতি কৃতজ্ঞ। এছাড়া বড়লেখা থানার অফিসার ইনচার্জ স্যার ও থানার প্রত্যেক সহকর্মীর কাছেও কৃতজ্ঞ। কারণ ওসি স্যারের দিক-নির্দেশনা ও সহকর্মীদের সহযোগিতা ছাড়া আমার এই অর্জন সম্ভব হত না।’ 

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন