বিদেশ যাওয়ার কথা আদালতকে জানিয়েছেন ড. ইউনূস

gbn

মিউনিখ অলিম্পিক উদ্বোধনসহ কয়েকটি দেশ ভ্রমণের কথা শ্রম আপিল ট্রাইব্যুনালকে জানিয়েছেন নোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনূস। গত বৃহস্পতিবার ভ্রমণবৃত্তান্ত জানিয়ে যে লিখিত দিয়েছিলেন, সোমবার (১১ মার্চ) তা আদালতে উপস্থাপন করা হয় বলে জানিয়েছেন ড. ইউনূসের আইনজীবী আব্দুল্লাহ আল মামুন।

কালের কণ্ঠকে তিনি বলেন, ‘মিউনিখ অলিম্পিক উদ্বোধনের কথা রয়েছে ড. মুহাম্মদ ইউনূসের। এ ছাড়া জাতিসংঘের একটি অনুষ্ঠানেও যোগ দেওয়ার কথা তাঁর।

১৩ মার্চ উনার দেশ ছাড়ার কথা। আগামী ৪ এপ্রিল দেশে ফিরবেন। আদালতকে জানানোর পর আদালত বলেছেন, বিষয়টি অবহিত হলাম।’

 

গত ১ জানুয়ারি ঢাকার তৃতীয় শ্রম আদালতের বিচারক শেখ মেরিনা সুলতানা শ্রম আইন লঙ্ঘনের মামলার রায় দেন।

রায়ে ড. ইউনূস ছাড়াও গ্রামীণ টেলিকমের ব্যবস্থাপনা পরিচালক মো. আশরাফুল হাসান, পরিচালক নুরজাহান বেগম ও মো. শাহজাহানকে দোষী সাব্যস্ত করে সাজা দেওয়া হয়। ইউনূসসহ চারজনের প্রত্যেককে ছয় মাসের কারাদণ্ডের সঙ্গে ৩০ হাজার টাকা জরিমানা করেন আদালত।

 

এ রায়ের বিরুদ্ধে আপিল করলে গত ২৮ জানুয়ারি ড. ইউনূসসহ দণ্ডিতদের আপিল শুনানির জন্য গ্রহণ করে তাঁদের জামিন দেওয়া হয়। সেই সঙ্গে আপিল নিষ্পত্তি পর্যন্ত রায়ের কার্যকারিতা স্থগিত করেন শ্রম আপিল ট্রাইব্যুনাল।

পরে কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের আবেদনে শ্রম আপিল ট্রাইব্যুনালের দণ্ড স্থগিতের আদেশ গত ৫ ফেব্রুয়ারি স্থগিত করেন হাইকোর্ট। তবে আসামিদের জামিন বহাল রাখা হয়। ওই আদেশে হাইকোর্ট বলে দেন, ইউনূসসহ দণ্ডিত চারজনকে বিদেশ যেতে হলে সংশ্লিষ্ট বিচারিক আদালতকে জানিয়ে যেতে হবে।

জিবিডেস্ক //

gbn

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন