মৌলভীবাজার প্রতিনিধি\ ৮মার্চ আর্ন্তজাতিক নারী দিবস ২২ ফেব্রæয়ারি বিশ^ চিন্তা বাংলাদেশ গার্ল গাইডস এসোসিয়েশন মৌলভীবাজারের উদ্যোগে ব্যাপক কর্মসুচি পালিত হয়েছে।
বিশ্ব গার্ল গাইডস্ ও গার্ল স্কাউটস্ সংস্থার প্রতিষ্ঠাতা লর্ড বেডেন পাওয়েল ও বিশ্ব চিফ গাইড লেডি ওলেভ বেডেন পাওয়েল এর যুগ্ম জন্মদিবস উপলক্ষে বিশ্বব্যাপী ২২ ফেব্রæয়ারি ‘বিশ্ব চিন্তা দিবস’ ও ৮ই মার্চ আন্তজাতিক নারী পালিত হয়।
গতকাল শনিবার (৯মার্চ/২৪) বাংলাদেশ গার্ল গাইডস্ অ্যাসোসিয়েশনের মৌলভীবাজার জেলা কার্যালয়ে বেলা ১১টায় এক আলোচনা সভা,কেককাটা,নাচ,গান কবিতা আবুত্তি,সহ বিভিন্ন কর্মসুচির অনুষ্ঠানের আয়োজন করা হয়।
বাংলাদেশ গার্ল গাইডস্ অ্যাসোসিয়েশনের মৌলভীবাজার জেলা, সদর, স্থানীয় অ্যাসোসিয়েশন অনুষ্ঠানে বরিশালের বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়,মাধ্যমিকবিদ্যালয় মাদ্রসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান হতে হলদে পাখি, বিঞ্জ পাখি গাইড, রেঞ্জার ও গাইডার মিলিয়ে দুই শতাধিক সদস্য এতে অংশগ্রহণ করেন।
বাংলাদেশ গার্ল গাইডস্ অ্যাসোসিয়েশনের জেলা কমিশনার বেগম নুরজাহান সুয়ারার সভাপতিত্বে এবং গাইডার তাহিয়া তাবাসুম ইসলাম এর পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা শিশু বিষয়ক কর্মকর্তা জসীম উদ্দিন মাসুদ। বিশেষ অতিথি ছিলেন জেলা পলিসি ফোরামের সভাপতি ও সাংবাদিক নজরুল ইসলাম মুহিব।
বক্তব্য রাখেন বাংলাদেশ গার্ল গাইডস্ অ্যাসোসিয়েশনের মৌলভীবাজার জেলা শাখার সাধারন সম্পাদক মাধুরী মজুমদার। অনুষ্ঠানে বক্তারা সমাজের বিভিন্ন ক্ষেত্রে চালিকাশক্তি হিসেবে নারীর ক্ষমতায়নের ওপর গুরুত্বারোপ করে এ জন্যে প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণের আহ্বান জানান। তারা বলেন, দেশ ও জাতির টেকসই উন্নয়ন ও অগ্রগতির জন্য সমাজের নারীর সঠিক ভূমিকা পালন, মূল্যায়ন এবং প্রভাব-প্রতিপত্তি ও সুযোগ-সুবিধা বিকাশের কোনও বিকল্প নেই।
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন