মহিলাদলের নারী দিবসের শোভাযাত্রা পণ্ড

gbn

নারী দিবস উপলক্ষে অন্যান্য বছরের মতো এবারও জাতীয়তাবাদী মহিলাদলের পক্ষ থেকে শোভাযাত্রা শুরু করা হয়েছিল। কিন্তু শান্তিপূর্ণ এই শোভাযাত্রায় বাধা দেওয়ার অভিযোগ করা হয়েছে সংগঠনটির পক্ষ থেকে। নেতৃবৃন্দের অভিযোগ, পুলিশের বাধার কারণে তারা শেষ পর্যন্ত শোভাযাত্রাটি বাতিল করতে বাধ্য হয়েছেন।

শুক্রবার (৮ মার্চ) সকাল ১১টার দিকে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে শোভাযাত্রা বের হলে পুলিশ বাধা দেয় বলে অভিযোগ করেন বিএনপি মহিলাদলের নেতাকর্মীরা।

নেতাকর্মীদের অভিযোগ, শান্তিপূর্ণভাবে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে পূর্বঘোষিত কর্মসূচি ছিল বিএনপির। সকাল থেকেই সেখানে বিএনপির নারী নেত্রীরা জড়ো হন। সেখানে আগে থেকেই পুলিশের বিপুল সদস্য মোতায়েন করা হয়। নির্ধারিত সময়ে শোভাযাত্রা বের হলে কোনোভাবেই এগোতে দেওয়া হয়নি।

 

জানা গেছে, একপর্যায়ে মুখোমুখি অবস্থান নেয় পুলিশ। পরে বাধ্য হয়ে শান্তিপূর্ণ কর্মসূচি বাতিল করেন বিএনপির নারী নেত্রীরা। এ বিষয়ে জাতীয়তাবাদী মহিলা দলের সভাপতি আফরোজা আব্বাস বলেন, আমরা স্বাধীন গণতান্ত্রিক দেশে বাস করি। প্রতিটি মানুষ ও সংগঠনের দিবস পালনের অধিকার আছে।

কিন্তু স্বৈরাচারী সরকারের পুলিশ বাহিনী আমাদের শান্তিপূর্ণ কর্মসূচিতে বাধা দিয়েছে। এতে নেতাকর্মীর নিরাপত্তার কথা ভেবে আমরা বাধ্য হয়ে কর্মসূচি থেকে সরে আসি। তবে পুলিশের এই আচরণ আমাদের স্বাধীনতাকে হরণ করেছে।

 

অবশ্য বাধা দেওয়ার বিষয়ে পুলিশের পক্ষ থেকে কোনো বক্তব্য পাওয়া যায়নি। শোভাযাত্রায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী।

জিবিডেস্ক //

gbn

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন