জেসমিন মনসুর,
মৌলভীবাজার জেলা সদরের কচুয়া আদর্শ গ্রামের
আল- মনসুর ওয়েলফেয়ার ট্রাষ্ট এর অর্থায়নে
একাটুনা ইউনিয়ন পরিষদে গত রোববার "সুবিধা বঞ্চিত শীতার্ত মানুষের মধ্যে শীত উপহার "কম্বল বিতরণ করা হয়েছে।
প্রতিভা যুব সংঘ,অব ৬নং একাটুনা ইউনিয়নের সহ সভাপতি সাবিক আয়োজনে প্রতিভা যুব সংঘ এর সহ সভাপতি মির্জাউর রহমান মির্জার সভাপতিত্বে অনুষ্ঠিত শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণের পোগ্রামে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৬নং একাটুনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জননেতা আলহাজ্ব আবু সুফিয়ান,
প্রতিভা যুব সংঘ এর সাধারণ সম্পাদক মাফিক আহমেদ রাফির পরিচালনায় সম্পন্ন শীতবস্ত্র
বিতরণকালে বৃটেন থেকে টেলিকনফারেন্সে বক্তব্য রাখেন ১৯৮৪ সালে প্রতিষ্ঠিত প্রতিভা যুব সংঘ এর প্রতিষ্ঠাতা সভাপতি বর্তমান প্রেট্রন, ও একাটুনা ইউনিয়ন ডেভেলপমেন্ট এন্ড ওয়েলফেয়ার ফাউন্ডেশন এর প্রতিষ্ঠাতা প্রজেক্ট চেয়ারম্যান মোহাম্মদ মকিস মনসুর।
এছাড়াও উপস্থিত ছিলেন একাটুনা ইউপির অফিস সেক্রেটারি রমনা কান্ত ধর, ডাঃ ইসমাইল হোসেন, সাংবাদিক গিয়াস আহমেদ, কচুয়া আল- মনসুর ওয়েলফেয়ার ট্রাষ্ট এর অন্যতম ট্রাষ্টি মোহাম্মদ মুজিব মনসুর, মুফতি আহমদ, রুহেল আহমেদ ও কচুয়া আল- মনসুর ওয়েলফেয়ার ট্রাষ্ট এর অপর ট্রাষ্টি মোহাম্মদ কামাল মনসুর, শামীম আহমেদ, সিপার মিয়া, ও আবুল কালাম সহ অন্যান্য নেতৃবৃন্দ।
এখানে উল্লেখ্য যে, মৌলভীবাজার জেলা সদরের একাটুনা ইউনিয়নের কচুয়া আদর্শ গ্রামের আল- মনসুর ওয়েলফেয়ার ট্রাষ্ট অব মৌলভীবাজার ১৯৯৪ সাল থেকে আজবধি জেলাব্যাপী ঘর নির্মাণ, টিভওয়েল প্রদান, অসহায় পরিবারবর্গের ছেলে - মেয়েদের লেখাপড়া ও বিয়েতে সাহায্য করা, অসুস্থ রুগীদের চিকিৎসা বাবদ সহযোগিতা করা, বন্যাদুর্গতদের মাঝে ত্রাণ বিতরণ,
রামাদান মাসে ইফতার সামগ্রী বিতরণ, ফ্রি মেডিক্যাল ক্যাম্প সেবা ও প্রতিভা মেধা প্রকল্পের আওতায় মেধা যাচাই পরীক্ষা ও পুরস্কার বিতরণ. একাটুনা বাজারে শহীদ মিনার নির্মাণে সহযোগিতা প্রদান , ক্রিকেট ও ফুটবল টুনামেন্ট সহ বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতায় ও মসজিদ মাদ্রাসায় নিয়মিত অর্থ প্রদান সহ মানবিক নানা প্রজেক্টের মাধ্যমে আর্ত মানবতার সেবায় ও সমাজ উন্নয়নে নিষ্টা ও নিরলসভাবে কাজ করে চলছে।********************************************
জেসমিন মনসুর, মৌলভীবাজারে কচুয়া আল- মনসুর ওয়েলফেয়ার ট্রাষ্ট অব মৌলভীবাজার,
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন