জাকির হোসেন পিংকু,চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলায় বাল্য বিবাহের দায়ে বর,বরের বড় ভাই ও কনে’র পিতাকে ভিন্ন মেয়াদে কারাদন্ড প্রদান করেছে ভ্রাম্যামাণ আদালত। গত সোমবার(২’নভেম্বর) রাত ৮টার দিকে বোয়ালিয়া ইউনিয়নের গৌরীপুর গ্রামে বাল্য বিবাহ সংঘটনের সময় অভিযান পরিচালনা করেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও উপজেলা নির্বাহী অফিসার মিজানুর রহমান।
ইউএনও মিজানুর রহমান জানান,অভিযানকালে বাল্য বিবাহের শিকার ওই গ্রামের আবু তালহার(৪৮) ছোট মেয়ে ও ৯ম শ্রেণীর ছাত্রী বর্ষা খাতুনের(১৫) পরিবর্তে বড় মেয়ে সোনিয়া খাতুনকে(১৮) আদালতে হাজির করে এখনও বিয়ে দেয়া হয়নি দাবী করে আদালতকে বিভ্রান্ত করার চেষ্টা করা হয়। কিন্তু অনুসন্ধানে সত্য উদঘাটিত হলে বর ও জেলার নাচোল উপজেলার আঝইর গ্রামের আব্দুল মান্নানের ছেলে আবদুল্লাহ আল মামুনকে এক মাস,বরের বড়ভাই সেলিম রেজা(৩০) ও কনে’র পিতা আবু তালহাকে ৬ মাস করে করাদন্ড দেয় আদালত।
দন্ডিতদের মঙ্গলবার(৩’নভেম্বর) কারাগারে পাঠানো হয়েছে বলে জানান গোমস্তাপুর থানার উপপরিদর্শক(এসআই) মোতাহার হোসেন।

মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন